বেড়েছে জাপানি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তির মেয়াদ, বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের নতুন সম্ভাবনা
২০ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৯
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ও জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব ন্যাচারাল সায়েন্সের মধ্যে একাডেমিক কার্যক্রম বিনিময়ে ছিল পাঁচ বছরের সমঝোতা স্মারক (এমওইউ)। মাস দুয়েক আগে সেই সমঝোতার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে শিক্ষাগত ও গবেষণার পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী হবে এবং শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগের দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
গত ৬ অক্টোবর বশেমুরবিপ্রবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. আব্দুল্লাহ আল আসাদ এবং ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক কেনজি তাসুরুতা দুই বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, সমঝোতার আওতায় বশেমুরবিপ্রবির ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীরা ওকায়ামা বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট, এমফিল ও পিএইচডির মতো উচ্চ শিক্ষার পাশাপাশি বিভিন্ন শর্ট প্রোগ্রাম, প্রশিক্ষণ ও সার্টিফিকেট কোর্সে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া শিক্ষকরাও পাবেন গবেষণা সহযোগিতা।
এর আগে ২০১৯ সালে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। ওই স্মারক সই হওয়ার পর বশেমুরবিপ্রবির ইঞ্জিনিয়ারিং অনুষদের একজন শিক্ষক ও চার শিক্ষার্থী সাত দিনের জন্য জাপানি ল্যাব ভিজিট প্রোগ্রামে অংশ নিয়েছিলেন। তাদের সবার সফর পুরোপুরি জাপানের অর্থায়নে পরিচালিত হয়েছিল। এরপর অবশ্য দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আর তেমন কোনো যৌথ কার্যক্রম দেখা যায়নি।
শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, গত চার বছরে আর কোনো প্রোগ্রামে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থী বিনিময় না হওয়ার পেছনে মূল প্রতিবন্ধকতা ছিল আর্থিক সীমাবদ্ধতা। বর্তমান উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দীন শেখর আশ্বাস দিয়েছেন, সেই সীমাবদ্ধতা অতিক্রম করতে এ ধরনের কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা করবেন। এটি শিক্ষক-শিক্ষার্থীদের উৎসাহ জোগাবে।
এই সমঝোতা চুক্তির ফলে বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের গবেষণা, আধুনিক ল্যাব সুবিধা ও বিশ্বমানের শিক্ষকদের অধীনে শিক্ষালাভের সুযোগ পাবেন। একই সঙ্গে জাপানের মতো উন্নত দেশে কাজ করার অভিজ্ঞতা ও নতুন প্রযুক্তি সম্পর্কে দক্ষতা অর্জনের সম্ভাবনা তৈরি হবে। এসব সুযোগ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা ও চাকরির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক করে তুলবে।
এ চুক্তি কেবল শিক্ষার্থীদের জন্য নয়, বরং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিচিতি বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, শিক্ষার্থীদের অর্জন ও সফলতা বশেমুরবিপ্রবির গবেষণা ও শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
বশেমুরবিপ্রবির শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন, এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা বাংলাদেশের উচ্চ শিক্ষার উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। শিক্ষার্থী ও শিক্ষকরা এই চুক্তির সুবিধা যথাযথভাবে গ্রহণ করতে পারলে তা কেবল বশেমুরবিপ্রবি নয়, পুরো দেশের শিক্ষাব্যবস্থার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. আব্দুল্লাহ আল আসাদ বলেন, পারস্পরিক সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে বশেমুরবিপ্রবি ও জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি দীর্ঘমেয়াদি সুসম্পর্ক বজায় থাকবে। এর ফলে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের জন্য আধুনিক ও প্রযুক্তিনির্ভর জ্ঞান অন্বেষণে আন্তর্জাতিক অঙ্গনে নতুন দ্বার উন্মুক্ত হবে।
সারাবাংলা/টিআর