ব্যাটিংয়ে ৩ ফরম্যাটেই ভরসা দেখাচ্ছেন জাকের
২০ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৯ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৮:৪১
ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেও জাতীয় দলে জায়গা হচ্ছিল না তার। কোচ সালাউদ্দিন তো এক সংবাদ সম্মেলনে মুখ ফসকে বলেই ফেলেছিলেন, ‘কালো’ বলেই হয়তো নির্বাচকদের নজরে আসছেন না জাকের আলী অনিক! সেই জাকের আলী অবশেষে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন গত বছর। ২০২৩ সালে টি-২০তে অভিষেকের পর ২০২৪ সালে হয়েছে টেস্ট ও ওয়ানডে অভিষেক। বাংলাদেশ জাতীয় দলে নবাগত এই জাকেরই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাট হাতে হয়ে উঠেছেন দলের মূল কাণ্ডারি। টেস্ট, ওয়ানডে ও টি-২০; তিন ফরম্যাটে দুর্দান্ত ব্যাটিং করে আগামী দিনগুলোতে তাই ভরসা দেখাচ্ছেন জাকেরই।
ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ফরম্যাটের স্কোয়াডেই নেওয়া হয়েছিল জাকেরকে। এই সিরিজের আগে মাত্র একটি টেস্ট, ২টি ওয়ানডে ও ১৯টি টি-২০ খেলার অভিজ্ঞতা ছিল তার। প্রথম টেস্টে একাদশে জায়গা করে নেন জাকের। নর্থ সাউন্ডে খেলতে নেমে প্রথম ইনিংসেই করেন হাফ সেঞ্চুরি। ৮৯ বলে ৫৩ রান করে ফিরেছেন জাকের। দ্বিতীয় ইনিংসেও ভালো সূচনা পেয়েছিলেন এই ডানহাতি ব্যাটার। তবে নিজের ইনিংসটা বড় করতে ব্যর্থ হন জাকের। ৫৮ বলে ৩১ রান করেন জাকের। সেই ম্যাচটাও হেরেছে বাংলাদেশ।
সিরিজ বাঁচাতে কিংসটনে দ্বিতীয় টেস্টে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১ রানে থামে জাকেরের ইনিংস। দ্বিতীয় ইনিংসে দল যখন খাদের কিনারায়, তখন ক্রিজে নেমে জাকের খেলেন অবিশ্বাস্য এক ইনিংস। ৮ চার ও ৫ ছক্কায় সাজানো সেই বিধ্বংসী ইনিংসে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন জাকের। ১০৬ বলে করা ৯১ রানের ওই ইনিংসে ভর করেই শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচ জিতেছে, সিরিজে এসেছে সমতাও।
ওয়ানডে সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হলেও ব্যাট হাতে জাকের লড়ে গেছেন। প্রথম ম্যাচে করেছেন ৪০ বলে ৪৮, ছিল তিনটি করে চার-ছক্কা। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ব্যর্থ জাকের করেছেন মাত্র ৩ রান। তৃতীয় ম্যাচে ৫ চার ও ২ ছয়ে সাজানো ৫৭ বলে ৬২ রানের অপরাজিত ইনিংসও বাংলাদেশের পরাজয় এড়াতে পারেনি।
টি-২০ সিরিজের তিন ম্যাচেই জাকের দেখিয়েছেন তার আগ্রাসী রূপ। সেন্ট ভিনসেন্টে প্রথম ম্যাচে ১ চার ও ২ ছক্কায় ২৭ বলে করেছেন ২৭ রান। দ্বিতীয় ম্যাচে ২০ বলে করেছেন ২১ রান। তৃতীয় ম্যাচের জন্য নিজের সেরাটা জমিয়ে রেখেছিলেন জাকের। নাটকীয়ভাবে জীবন পেয়ে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন জাকের।
৩ চার ও ৬ ছক্কায় আজ ৪১ বলে জাকের করেছেন ৭২। শেষ ওভারের তাণ্ডবে বাংলাদেশ বড় স্কোর এনে দেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থেকেই মাঠ ছাড়েন জাকের। ৮০ রানে এই ম্যাচও জিতেছে বাংলাদেশ। ৭২ রানের এই ইনিংসে ম্যাচসেরা হয়েছেন জাকেরই।
টেস্ট, ওয়ানডে, টি-২০; ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জাকের আলীর পারফরম্যান্স নতুন আশার আলো জ্বালিয়েছে বাংলাদেশ শিবিরে। ২০২৫ সালেও এই ফর্মটা ধরে রাখবেন জাকের, বাংলাদেশর কামনা এটাই।
সারাবাংলা/এফএম