Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কারও কথায় কান না দিয়ে নির্বাচনের স্পষ্ট তারিখ ঘোষণা করুন’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৪ ১৫:০৮ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৯

জাতীয় প্রেসক্লাবে ‘নির্বাচনী রোড ম্যাপ ও জনআকাঙ্ক্ষা’ শীর্ষক আলোচনা সভা

ঢাকা: কারও কথায় কান না দিয়ে নির্বাচনের স্পষ্ট তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘নির্বাচনী রোড ম্যাপ ও জনআকাঙ্ক্ষা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশে করে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘কারও কথায় কান না দিয়ে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দ্রুত সময় নির্বাচনের স্পষ্ট তারিখ ঘোষণা করুন। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলে দেশের মানুষ নির্বাচনমুখী হবে। ষড়যন্ত্রকারীরা আর ষড়যন্ত্রের জাল বিস্তার করতে পারবে না। রাজনৈতিক দলগুলো মাঠে নামলে তারা পালিয়ে যাবে। আপনারাও আপনাদের কাজ ঠিক মতো করার সুযোগ পাবেন। বাংলাদেশের অস্তিত্ব রক্ষার স্বার্থেই সুস্পষ্টভাবে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করতে হবে। এ ব্যাপারে কালক্ষেপণ করা ঠিক হবে না।’

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের বক্তব্য প্রত্যাখ্যান করে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আওয়ামী লীগকে কেউ পুনর্বাসন করার চেষ্টা করলে জনগণকে নিয়ে সেটা প্রতিহত করব। এ বিষয়টা মাথায় রেখে সবাইকে এগোতে হবে। পতিত স্বৈরাচারকে এদেশে রাজনীতি করার সুযোগ জনগণ দেবে না।’

তিনি বলেন, ‘পতিত আওয়ামী লীগ হিন্দুদের ওপর হামলা চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করছে। তাদের রুখতে হলে আমাদের ঐক্য আরও মজবুত করা দরকার। আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে দেশপ্রেমি শক্তিগুলোকে সতর্ক থাকতে হবে।’

বিজ্ঞাপন

ভারতের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘বাংলাদেশে মানুষ এখন অনেক সচেতন। আপনাদের মিথ্যা প্রোপাগাণ্ডায় এদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না। আপনাদের চোখ রাঙানিতে কেউ ভয় পাবে না। প্রতিবেশি রাষ্ট্র হিসেবে কূটনৈতিক শিষ্টাচার মেনে আচরণ করুন। আমরা সবার সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে চাই। কারও সঙ্গে বিবাদে জড়াতে চাই না।’

তিন মাস পর কোন পথে ওবায়দুল কাদের দেশত্যাগ করলেন, সেটা সরকার জানে না- স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্য অবিশ্বাসযোগ্য বলেও মন্তব্য করেন জাতীয় সংসদের সাবেক এই চিফ হুইপ।

 

সারাবাংলা/এজেড/এনজে

নির্বাচন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর