Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ ঘণ্টা পরও জ্বলছে লাভলীন রেস্টুরেন্টের আগুন, ইউনিট বেড়ে ১২

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৪ ১৩:০৬ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৫:০৫

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট।

ঢাকা: রাজধানীর উত্তরায় লাভলীন রেস্টুরেন্টে ভয়াবহ আগুনের কারণে ছয়তলা ভবনটির ওপরে থাকা বাসিন্দাদের অনেকেই আটকা পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। আটকা পড়াদের উদ্বারে কাজ করছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস ছয়জনকে জীবিত উদ্ধার করেছে।

শুক্রবার (২০ ডিসেস্বর) সকাল ১০ টা ৩৮ মিনিটে আগুন লাগার সংবাদ পায় কন্ট্রোলরুম। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, উত্তরা ১২ নম্বর সেক্টরের লাভলীন রেস্টুরেন্টের নিচতলায় গ্যাসের লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। ভবনের ওপরে আবাসিক বাসিন্দারা থাকতেন। তারা অনেকেই আটকা পড়েছেন।

তবে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক তালহা বিন জোবায়ের জানিয়েছেন, ‘ভবনটি পুরোটাই বাণিজ্যিক।’

ফায়ার সার্ভিস কর্মকর্তা আনোয়ারুল বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ১ম ইউনিট পৌঁছায় ২০ টা ৪৪ মিনিটে। এরপর টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার, ফায়ার স্টেশনের নয়টি ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ করে। এরপর দুপুর ১২ টার দিকে একে একে ১২টি ইউনিট কাজ করছে।’

তিনি বলেন, ‘ধোঁয়ায় আচ্ছন্ন পুরো ভবন। ভেতরে প্রবেশ করা খুব কঠিন। তাই ভবনে থাকা গ্লাসগুলো ভাঙ্গা হচ্ছে যাতে ধোঁয়া সহজে বের হতে পারে। ওপরে আটকে আছে কিনা কেউ সেটা নিয়ে কাজ করা হচ্ছে। তবে আবাসিক ভবন হওয়ায় লোকজন থাকার সম্ভাবনা বেশি।’

আরও পড়ুন:

উত্তরায় রেস্তোরাঁয় আগুন, কাজ করছে ৯ ইউনিট

সারাবাংলা/ইউজে/এমপি

আগুন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর