Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যক্তিগত গাড়ির ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৪ ১১:৩৪ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৮

সাবেক সেনাকর্মকর্তার ছেলের গাড়ি চাপায় মারা গেছেন বুয়েট শিক্ষার্থী।

ঢাকা: রাজধানীর পূর্বাচলে ৩০০ ফুট সড়ক এলাকায় একটি ব্যক্তিগত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক বুয়েট শিক্ষার্থী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার আরও সহপাঠী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নীলা মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তিনজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুনতাসির মাসুদকে (২২) মৃত ঘোষণা করেন।

নিহত মুনতাসির মাসুদ বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। কলাবাগানে পরিবারের সঙ্গে থাকতেন তিনি। আহত অমিত সাহা (২২) ও মেহেদী হাসান (২১) একই ব্যাচের শিক্ষার্থী। তারা দুজন আহসানউল্লাহ হলে থাকেন।

নিহত মাসুদের সহপাঠী ফাইয়াজ জানান, মাসুদ, মেহেদী ও অমিত বাইকে করে ৩০০ ফুট সড়ক এলাকায় যাচ্ছিলেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাদের থামিয়েছিল। এ সময় একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেলের ছেলে তার ব্যক্তিগত গাড়ি ওই বাইকের ওপর তুলে দেন। এতে দুর্ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয়। পথচারীরা কুর্মিটোলা হাসপাতালে তিনজনকে নিয়ে গেলে চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। আহত অমিতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মেহেদীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে রূপগঞ্জ থানার ডিউটি অফিসার রিয়াদুল ইসলাম বলেন, ৩০০ ফুট সড়কে একটি মোটরসাইকেলকে একটি ব্যক্তিগত গাড়ি ধাক্কা দেয়। এতে বুয়েটের এক শিক্ষার্থী নিহত হন। তার মরদেহ কুর্মিটোলা হাসপাতালে আছে। আরও দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ব্যক্তিগত গাড়িটি জব্দ করা হয়েছে। গাড়ির চালককে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এমপি

দুর্ঘটনা বুয়েট শিক্ষার্থী নিহত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর