Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্র্যাক প্রোগ্রামিং কনটেস্টে সেরা ৫ নোবিপ্রবিয়ান পেলেন তাৎক্ষণিক চাকরি

নোবিপ্রবি করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৪ ০৯:০৯ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১১:৪৫

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নোবিপ্রবি সিএসটিই ক্লাব ও ব্র্যাক আইটির যৌথ আয়োজনে প্রোগ্রামিং কনটেস্ট এবং সেমিনার

নোবিপ্রবি: ব্র্যাক প্রোগ্রামিং কনটেস্টে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সেরা ৫ শিক্ষার্থী পেলেন তাৎক্ষণিক চাকরির নিয়োগপত্র।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নোবিপ্রবি সিএসটিই ক্লাব ও ব্র্যাক আইটি যৌথভাবে এ প্রোগ্রামিং কনটেস্ট এবং সেমিনারের আয়োজন করে।

প্রোগ্রামিং কনটেস্ট শেষে ব্র্যাক আইটি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পাওয়া শিক্ষার্থীরা হলেন- নোবিপ্রবির সিএসটিই বিভাগের আতাহার উদ্দিন পুলক, আবদুর রহমান রনি, পলি আক্তার, মাহাবুব আলী আরজু এবং আইসিই বিভাগের সজীব বডুয়া।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। তিনি বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে এই প্রতিযোগিতার মাধ্যমে ব্র্যাক আইটিতে আমাদের পাঁচজন শিক্ষার্থী সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেলো। আমি আশা করি তোমরা নোবিপ্রবির এম্বাসেডর হিসেবে ভূমিকা পালন করবে। তোমাদের কাজ দেখে যেন ব্র্যাক আইটির মতো অন্যান্য প্রতিষ্ঠানও নোবিপ্রবিতে আসে এবং এমন প্রতিযোগিতার আয়োজন করে।

সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ক্যারিয়ার সেমিনারের আয়োজন করা হয়। নোবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে সেমিনারে অতিথি বক্তা ছিলেন ব্র্যাক আইটির চিফ টেকনোলজি অফিসার শাহ আলী নেওয়াজ তপু ও ব্র্যাক আইটির কোয়ালিটি অ্যাসিওরেন্স অ্যান্ড অ্যাডমিন বিভাগের হেড অব এমপ্লয় এক্সপেরিয়েন্স কল্লোল নাগ। সেশন মডারেটর ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সিএসটিই বিভাগে দিনব্যাপী প্রোগ্রামিং কনটেস্ট অনুষ্ঠিত হয়। এতে বিভাগের ১৩ তম ব্যাচ থেকে ১৫ তম ব্যাচের ডিগ্রীপ্রাপ্ত ৮০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনজে

চাকরি নোবিপ্রবি ব্র্যাক প্রোগ্রামিং কনটেস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর