Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোলাপ গ্রামের গল্পগাথা। ছবি


২০ ডিসেম্বর ২০২৪ ০৮:১৫ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১২:০০

‘তোমার স্পর্শের লোভে ফুটে আছি
যেন বা গোলাপ।’
গোলাপ স্পর্শ করতে লোভ হয় সকলেরই। স্পর্শ পাওয়ার জন্যই বুঝি গন্ধে ও বর্ণে গোলাপ ফুলের রানী। প্রেম ও ভালোবাসার জন্য উন্মুক্ত কবি স্পর্শের লোভে তাই ফুটে থাকতে চান গোলাপের মতো। এই গোলাপ নিয়েই আছে হাজারো কাহিনি। গোলাপ দিয়েই শুরু প্রেম ও পূর্ণতা। মানুষ মানুষের প্রেমে যতটুকু পড়ে তার চেয়ে বেশি প্রেমে পড়ে গোলাপের। তাই গোলাপ হয়ে উঠেছে প্রেমের অপ্রতিদ্বন্দ্বী অনুষঙ্গ। আর রাজধানীর পাশেই এই গোলাপেরও আছে একটি গ্রাম। সাভারের বিরুলিয়া এলাকায় এই গ্রামের অবস্থান।

বিজ্ঞাপন

নানান দিবস ও উপলক্ষ্য ঘিরে সারাবছরই গোলাপ ফুলের চাহিদা থাকে। বিক্রিবাট্টাও হয় ভালো। এ কারণে চাষীরা গোলাপ চাষে বিশেষ মনোযোগী থাকেন। সাভারের বিরুলিয়ায় গ্রামে চলছে ফুলচাষীদের ব্যস্ততা। প্রতিদিন বিকেলে ক্ষেত থেকে ফুল তোলেন তারা; সন্ধ্যায় হয় বিকিকিনি। এদিকে, সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের অনেকেই গোলাপ বাগানে দল বেঁধে ঘুরে বেড়ান। এ সময় কেউ কেউ মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দী করে রাখেন। সাভারের বিরুলিয়া থেকে এমনই এক গোলাপ বাগানের ছবি তুলে এনেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

গোলাপগ্রাম টপ নিউজ বিরুলিয়া সাভার

বিজ্ঞাপন

খুলনার বড় বাজারে আগুন
৩ এপ্রিল ২০২৫ ২২:২৫

আরো

সম্পর্কিত খবর