ভারতের পার্লামেন্ট চত্বরে এমপিদের হাতাহাতি, আহত ২
১৯ ডিসেম্বর ২০২৪ ২২:১২
ভারতের নয়াদিল্লিতে পার্লামেন্ট চত্বরে দেশটির বিরোধীদলীয় সংসদ সদস্যদের সঙ্গে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্যদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে অন্তত দু’জন সংসদ আহত হয়েছেন। আহতদের দিল্লির এক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
বৃস্পতিবার (১৯ ডিসেম্বর) পার্লামেন্ট ভবনে প্রবেশের সময় সংসদ সদস্যদের মাঝে হাতাহাতির এই ঘটনা ঘটে।
ওড়িশার বালেশ্বরের সংসদ সদস্য প্রতাপ সারঙ্গির অভিযোগ, সংসদ ভবনের সামনে তাকে ধাক্কা মেরেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মাথায় আঘাত পেয়েছেন তিনি। সতীর্থ বিজেপি সাংসদ এবং লোকসভার কর্মীরা ধরাধরি করে বাইরে আনার পরে সারঙ্গিকে দেখতে আসেন রাহুল। তার পর আহত সাংসদকে হাসপাতালে পাঠানো হয়।
সারঙ্গি বলেন, ‘রাহুল গান্ধী এক সাংসদকে ধাক্কা মারেন। তিনি আমার গায়ের ওপর পড়েন। ফলে আমি মাটিতে পড়ে যাই।’
এর আগে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর নিয়ে বিতর্কের শেষে বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘এখন একটা ফ্যাশন হয়েছে, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর…। এত বার ভগবানের নাম নিলে সাত জন্ম পর্যন্ত স্বর্গ লাভ হত।’
বুধবার থেকেই অমিত শাহের বিরুদ্ধে অম্বেডকর-অবমাননার অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস-সহ বিরোধীরা। বৃহস্পতিবার লোকসভায় সেই বিক্ষোভ ঘিরেই হয় শুরু হয় হাতাহাতি।
সারাবাংলা/এইচআই