Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সঙ্গীত শিল্পী সাঈদ আহমদের ওপর হামলার বিচার চান মাদানী

স্পেশাল করসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৪ ২২:০০ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ২২:০২

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ও কলরব শিল্পগোষ্ঠীর অন্যতম সদস্য জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও ইসলামী বক্তা সাঈদ আহমদ

ঢাকা: কলরব শিল্পগোষ্ঠীর অন্যতম সদস্য জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও ইসলামী বক্তা সাঈদ আহমদের ওপর হামলার বিচার চেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঘরোয়া বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি এ বিচার দাবি করেন।

মাদানী বলেন, ‘মাহফিলে যাওয়ার পথে জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং ইসলামী বক্তা সাঈদ আহমদকে তুলে নিয়ে গিয়ে তার সঙ্গে অশোভন আচরণ, হত্যা চেষ্টা এবং সফরসঙ্গীদের শারীরিকভাবে নির্যাতনের ঘটনায় আমরা মর্মাহত। বহুদিন পূর্বের একটি ঘটনাকে কেন্দ্র করে, যারা এ ধরনের অনাকঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়েছে, তারা আর যাই হোক মুসলিম উম্মাহর জন্য শুভ শক্তি নয়। আমরা এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সাঈদ আহমদের নিরাপত্তার জন্য রাষ্ট্রের যথাযথ উদ্যোগ আশা করি।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির ও কেন্দ্রীয় নেতা মুফতী মোস্তফা কামাল প্রমুখ।

উল্লেখ্য, ১৭ ডিসেম্বর চট্টগ্রামের ফটিকছড়িতে একটি মাহফিলে যাওয়ার পথে সাঈদ আহমদকে একদল লোক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে তুলে নিয়ে যায়। এক সঙ্গীসহ তাকে নির্জন এক স্থানে নিয়ে ভয়-ভীতি দেখায় তারা। সাঈদ আহমদের ভাষ্য মতে, ২০১৩ সালে শাহবাগ গণজাগরণ মঞ্চে যাওয়ায় জামায়াতের লোকজনই তাকে তুলে নিয়ে গিয়েছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এইচআই

ইসলামী আন্দোলন বাংলাদেশ কলরব মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী সাঈদ আহমদ