Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ ডাকাতের বয়স ১৬, একজনের ২২ বছর

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৪ ২০:৩০ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ২৩:২৭

কেরানীগঞ্জের চুনকুটিয়ায় রূপালী ব্যাংক জিম্মি করা ৩ ডাকাতের আত্মসমর্পণ

ঢাকা: দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা মুক্তিপণ চেয়ে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করার পর যৌথবাহিনীর স্পেশাল ফোর্স দেখে তিন ডাকাত আত্মসমর্পণ করেছে। এরপর তাদের থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব আল হাসান বলেন, ‘তাদের কাছ থেকে যে চারটি অস্ত্র উদ্ধার করা হয়েছে সেগুলো আসল নয়, খেলনা পিস্তল।’

বিজ্ঞাপন

ওসি বলেন, ‘ডাকাতদের কাছ থেকে চারটি খেলনা পিস্তল ও দুটি চাকু উদ্ধার হয়েছে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাত ৮টার পর এ ঘটনায় সিনিয়র কর্মকর্তারা ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন।’

তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, তিন ডাকাতের মধ্যে দুই জনের বয়স ১৬ বছর এবং একজনের বয়স ২২ বছর। তাদের নাম হলো- সাফায়েত (১৬), নীরব (২২) ও সিফাত (১৬)। তবে নামগুলো সঠিক কি না যাচাই-বাছাই করা হচ্ছে।’

এদিকে, র‍্যাব-১০ এর অধিনায়ক খালেদুল হক হাওলাদার জানান, আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। ভেতরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অর্থ লোপাটের ঘটনাও ঘটেনি।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যাংকে জিম্মি থাকা সবাই মুক্ত। তবে তারা এখনো ব্যাংকে অবস্থান করছেন। তাদের ডাকাতির বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। কিছুক্ষণ পর তারা বের হবেন। তারা সবাই নিরাপদে আছেন।

সরেজমিনে দেখা যায়, ব্যাংকের ভবনটি চারতলা। দ্বিতীয় তলায় রূপালী ব্যাংকের শাখা, তৃতীয় ও চতুর্থ তলায় আবাসিক ভবন এবং নিচতলায় রয়েছে দোকান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্যাংকের আশপাশে ঘিরে রয়েছে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সদস্যরা। উৎসুক জনতার ভিড়ও দেখা গেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন-

সারাবাংলা/ইউজে/পিটিএম

১৪ বছর ১৮ বছর টপ নিউজ ডাকাত বয়স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর