Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জরুরি পরিস্থিতিতে সচল থাকার মহড়া দিল চট্টগ্রাম বন্দর

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৪ ২০:১৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় বার্ষিক মহড়া ‘সেইফ গার্ড-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। এতে বন্দরের নিরাপত্তা ও ফায়ারের কর্মীরা ছাড়াও সেনা-নৌবাহিনী এবং পুলিশ সদস্যরা অংশ নেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বন্দরের নিরাপত্তা বিভাগের তত্ত্বাবধানে আইএসপিএস মনিটরিং সেলের আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহড়ায় বন্দরের নিরাপত্তার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে বন্দর সচল রাখার প্রস্তুতিতে জোর দেয়া হয়। সার্বিকভাবে মহড়ার মধ্যে ছিল, গেট অ্যাক্সেস নিয়ন্ত্রণ ব্যবস্থা, নৌ নিরাপত্তা, অগ্নি ও রাসায়নিক নিরাপত্তা এবং যে কোনো ধরনের নাশকতা প্রতিহত করা। বন্দরের বিভিন্ন স্থাপনায়ও একইসময়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আগামী জানুয়ারিতে আমেরিকান কোস্টগার্ডের আইপিএস টিম আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আসতে পারে। এ সফরকে সামনে রেখে মহড়াটি বন্দরের নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা ও পেশাদারিত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সারাবাংলা/আরডি/এসআর

চট্টগ্রাম চট্টগ্রাম বন্দর

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর