Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশ গড়ার সংগ্রাম শুরু হয়েছে: তারেক রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৪ ২০:০৩ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ২৩:০৪

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তারেক রহমান।

মানিকগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘এখন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, দেশ গড়ার ও দেশের অর্থনীতির ভীত মজবুত করার সংগ্রাম শুরু হয়েছে। এই সংগ্রামের নেতৃত্ব দিতে পারে একমাত্র বিএনপি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ, নরসিংদী ও মুন্সীগঞ্জ জেলা বিএনপি আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায়  ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এই দেশে বহুদলীয় গণতন্ত্র, গণতন্ত্র ও সংসদীয় গণতন্ত্র, নারীদের অধিকার ও মানুষের অধিকার বলতে যা বুঝায়— বিএনপি সবসময় সেটাকে নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করেছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, স্বাধীনতায় বিশ্বাস করে।’

তিনি আরও বলেন, ‘৩১ দফা আমরা তখনই বাস্তবায়ন করতে পারব যখন আমরা দেশের মানুষের সমর্থন পাব। এসব দফা বাস্তবায়নে আমাদের সবাইকে জনগণের কাছে যেতে হবে। এছাড়া কোন উপায় নেই ‘

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি মিডিয়া সেলের প্রধান ডা. মওদুদ আলমগীর পাভেল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম বাবুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, সাবেক সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান শান্ত, সহসভাপতি ড. খন্দকার আকবার হোসেন বাবলু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুখসানা খানম মিতু, বিএনপি নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু ও অর্পণ বাংলাদেশের সভাপতি বীথিকা বিনতে হোসাইন প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

৩১ দফা তারেক রহমান বিএনপি মানিকগঞ্জ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর