প্রভাবশালীদের চাপে রাজস্ব আদায় বন্ধ হবে না: চসিক মেয়র
১৯ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৫ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ২২:০৬
চট্টগ্রাম ব্যুরো: প্রভাবশালীদের কোনো চাপে রাজস্ব আদায় বন্ধ হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে নগরীর টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে রাজস্ব বিভাগের রিভিউ বোর্ডের এক শুনানিতে তিনি এ কথা বলেন। চসিক সচিব আশরাফুল আমিনসহ রিভিউ বোর্ডের সদস্য ও রাজস্ব বিভাগের কর্মকর্তা- কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।
এ দিন রিভিউ বোর্ডে ১ নম্বর সার্কেলের ৩৪, ৭ নম্বর সার্কেলের ৭০ ও ৮ নম্বর সার্কেলের ৩৫ জনের আপিল শুনানি হয়।
রাজস্ব বিভাগের কর্মীদের উদ্দেশে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘প্রভাবশালীদের কোনো চাপে রাজস্ব আদায় বন্ধ করবেন না। রাজস্ব আদায় ঠেকাতে কেউ চাপ দিলে তিনি যত প্রভাবশালীই হোন না কেন, আমি তা গ্রাহ্য করব না। আপনারা আইনের মধ্যে থেকে কাজ করলে কোনো প্রভাবশালী ব্যক্তি আপনাদের কোনো ক্ষতি করার চেষ্টা করলেও আমি পাশে থেকে তা ঠেকাব। আপনারা আইন অনুসরণ করে রাজস্ব আদায় বৃদ্ধি করে চট্টগ্রামের উন্নয়নে ভূমিকা রাখুন।’
মেয়র বলেন, নাগরিকদের রাজস্ব দিতে যেন কোনো সমস্যার মুখে পড়তে না হয়, সে জন্য রিভিউ বোর্ড বসিয়ে নাগরিকদের রাজস্ব যৌক্তিককরণ করা হয়েছে। ধনী শ্রেণির অনেকেই রাজস্ব ফাঁকি দিতে চান। কেউ প্রভাব খাটিয়ে রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।’
চট্টগ্রামের উন্নয়ন ব্যয় নির্বাহে নাগরিকদের গৃহকর দেওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, চট্টগ্রামের উন্নয়ন ব্যয় নির্বাহে স্বনির্ভরতা গড়তে তুলতে হবে। চট্টগ্রাম সিটি করপোরেশন যে রাজস্ব আদায় করে, তা নগরীর সড়ক সংস্কার থেকে পরিচ্ছন্নতা নিশ্চিতসহ বিভিন্ন সেবামূলক খাতে ব্যয় করা হয়। এ ছাড়া এ রাজস্ব দিয়ে ৮২টি শিক্ষা প্রতিষ্ঠান, ৫৬টি স্বাস্থ্যকেন্দ্রসহ অনেকগুলো প্রতিষ্ঠান পরিচালিত হয়৷
সারাবাংলা/আরএস