Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঐক্যমতের ভিত্তিতে ২০২৫ এর মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৪ ১৮:০২ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৯:৩০

গণতন্ত্র মঞ্চ আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: সারাবাংলা

ঢাকা: গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, কাজের গতি থাকলে ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৫ এর মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব। সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঞ্চের কেন্দ্রীয় নেতারা এসব কথা বলেন।

সেখানে নেতারা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, বাস্তবে প্রশাসনে স্থবিরতা চলছে। এক শ্রেণীর আমলারা ব্যক্তিগত এজেন্ডা ও প্রতিহিংসা চরিতার্থ করতেই ব্যস্ত রয়েছে। বাতিল হওয়া স্থানীয় পরিষদের কাউন্সিলরদের পুনর্বাসনের কোন সুযোগ নেই। সরকারি পদ ও ক্ষমতা ব্যবহার করে সাবেক সিনিয়র সচিব মহিবুল হককে প্রতিহিংসামূলক মামলায় জড়িয়ে জেলে পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন তারা।

নেতারা বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হককে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতারের ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলেন, ‘চার বছর আগে অবসরে যাওয়া মহিবুল হককে ২০২৩ সালের ২৮ অক্টোবর বিরোধী দলের সমাবেশে এক হত্যার ঘটনায় গ্রেফতার করা হয়েছে। মামলার বাদি আদালতে উপস্থিত হয়ে তার মামলার সঙ্গে মহিবুল হকের কোন ধরনের সংশ্লিষ্টতা না থাকার কথা জানিয়ে হলফনামা দিলেও গত একমাসে তার জামিন হয়নি। তিনি যাতে জামিনে ছাড়া না পান তার জন্য ২০২৪ এর গণঅভ্যুত্থানে এক নিহতের মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

নেতারা আরও বলেন, ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতেই সরকারি পদ ও ক্ষমতা ব্যবহার করে মহিবুল হককে অন্যায়ভাবে জেলে আটক রাখা হয়েছে। এই ধরনের হয়রানিমূলক মামলা চলতে থাকলে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যেতে পারে। এ সময় নেতারা অবিলম্বে মহিবুল হকের মুক্তি দাবি করেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ওপর মানুষের অনেক প্রত্যাশা। তারা যদি পক্ষপাতদুষ্ট হয়ে তাদের দলনিরপেক্ষতা হারান তাহলে তাদের অধীনে জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে।

মাহমুদুর রহমান মান্না বিশেষ কোনো দিকের প্রতি ঝুঁকে না পড়ে সরকারকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্ববান জানান।

তিনি বাতিল হওয়া স্থানীয় পরিষদের কাউন্সিলরদেরকে পুনর্বহাল করার তৎপরতায় তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এইভাবে পতিত ফ্যাসিবাদী শক্তির দোসরেরা আবার পুনর্বাসিত হবে। তিনি এসব তৎপরতা বন্ধের দাবি জানান।

শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘ফ্যাসিবাদী শক্তিকে অক্ষুন্ন রেখে গণঅভ্যুত্থানের চেতনায় দেশ এগিয়ে নেওয়া যাবেনা। আমলাদের শোধ প্রতিশোধের তৎপরতা সরকারকে বিপদে ফেলে দিতে পারে।’

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘সংস্কার ছাড়া গতানুগতিক নির্বাচন দিয়ে দেশ এগুতে পারবে না। ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য সংস্কার প্রয়োজন।’

সংবাদ সম্মেলনে দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে আগামী ২৪ ডিসেম্বর ২০২৪ বিক্ষোভ সমাবেশ ঘোষণা করা হয়। বেলা ১১ টায় পুরানা পল্টন মোড়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

সেগুনবাগিচা শিশুকল্যাণ পরিষদে নাগরিক ঐক্যের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মাহামুদুর রহমান মান্না, মো. সাইফুল হক শেখ রফিকুল ইসলাম বাবলু, শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ আরও অনেকে।

সারাবাংলা/এএইচএইচ/এমপি

গণতন্ত্র মঞ্চ জাতীয় নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর