Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিন্ময় কাণ্ড
পুলিশের ওপর হামলা, আরেক আসামি রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৪ ১৬:২১ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৭:০০

রিমান্ড মঞ্জুর হওয়া আসামি সাজু বৈদ্য (৩৯)।

চট্টগ্রাম ব্যুরো: ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার মামলার আরও এক আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের পঞ্চম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান জিনিয়া এ আদেশ দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া ওই আসামির নাম সাজু বৈদ্য (৩৯)।

চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘আদালত প্রাঙ্গনে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার সাজু বৈদ্যের সাতদিনের রিমান্ডের আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা। আদালত পাঁচদিন মঞ্জুর করেছেন।’

চট্টগ্রামের কোতোয়ালী থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গত ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের বহিষ্কৃত সংগঠক ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন সকাল ১১টার দিকে তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে জামিন নামঞ্জুর করে তাকে আদালতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এরপর তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হলে বিক্ষোভ শুরু করেন তার অনুসারীরা। প্রায় তিনঘন্টা আটকে থাকার পর একপর্যায়ে পুলিশ, বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তখনই সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তীতে নগরীর লালদিঘীর পাড় থেকে কোতোয়ালী এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবীকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এমপি

আদালত গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাস পুলিশের ওপর হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর