Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মস্কোতে জেনারেল হত্যার ঘটনায় উজবেক নাগরিক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৪ ১৩:৪৮ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৭

জেনারেল ইগোর কিরিলোভ এবং তার হত্যার ঘটনায় গ্রেফতারকৃত সন্দেহভাজন

মস্কোতে উচ্চপদস্থ জেনারেল ইগোর কিরিলোভ এবং তার সহকারীকে হত্যার ঘটনায় উজবেকিস্তানের ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রেডিয়েশন, কেমিক্যাল ও বায়োলজিক্যাল প্রটেকশন ফোর্সেসের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলোভ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে মস্কোর একটি আবাসিক ভবনের বাইরে ছিলেন। সে সময় একটি বৈদ্যুতিক স্কুটারে লুকানো বিস্ফোরক ডিভাইস দূর থেকে বিস্ফোরিত হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বিজ্ঞাপন

রাশিয়ার তদন্ত কমিটি (এসকে) জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি যার নাম প্রকাশ করা হয়নি স্বীকার করেছেন যে তাকে ইউক্রেনের বিশেষ বাহিনী নিয়োগ করেছিল। তবে এই দাবি সমর্থনে কোনো প্রমাণ দেয়নি এসকে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিবিসির তথ্যমতে, ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ এই হত্যাকাণ্ডে জড়িত থাকার দাবি করেছে। সূত্রটি জানিয়েছে, ৫৪ বছর বয়সী কিরিলোভ ছিলেন মূল লক্ষ্য এবং তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগও রয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) হত্যার আগের দিন ইউক্রেন কিরিলোভের বিরুদ্ধে অভিযোগ আনে। তারা দাবি করে, কিরিলোভ নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য দায়ী। তবে মস্কো এই অভিযোগ অস্বীকার করেছে।

ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জেনারেল কিরিলোভের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এ খবর জানিয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) এসকের বিবৃতিতে বলা হয়, গ্রেফতার হওয়া ব্যক্তির বয়স ২৯ এবং তিনি উজবেকিস্তানের নাগরিক।

বিস্ফোরক ডিভাইসটি স্কুটারের মধ্যে রাখা হয়েছিল, যা কিরিলোভের আবাসিক ভবনের প্রবেশপথের কাছে পার্ক করা ছিল। তদন্তে আরও জানা যায়, সন্দেহভাজন ব্যক্তি একটি গাড়ি ভাড়া করে সেখানে একটি ভিডিও ক্যামেরা স্থাপন করেন, যা সরাসরি ইউক্রেনের দনিপ্রো শহরের হামলার সংগঠকদের কাছে সম্প্রচার করছিল।

বিজ্ঞাপন

তদন্ত কমিটি জানিয়েছে, কিরিলোভ এবং তার সহকারী ইলিয়া পোলিকারপভ ভবন থেকে বের হওয়ার পর বিস্ফোরকটি দূর থেকে বিস্ফোরিত করা হয়।

অভিযুক্ত ব্যক্তি তদন্ত কমিটিকে জানিয়েছে, কিরিলোভকে হত্যার বিনিময়ে তাকে ১ লাখ ডলার এবং একটি ইউরোপীয় পাসপোর্ট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) আরও জানায়, ইউক্রেনের নির্দেশে তিনি মস্কোতে আসেন এবং একটি হাতে তৈরি বিস্ফোরক ডিভাইস গ্রহণ করেন।

ইউক্রেনের এসবিইউ দাবি করেছে, কিরিলোভের নেতৃত্বে রাশিয়া ৪ হাজার ৮০০ বারেরও বেশি রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। তবে মস্কো এই দাবি অস্বীকার করেছে এবং জানিয়েছে যে ২০১৭ সালে তাদের রাসায়নিক অস্ত্রের মজুত সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে শুক্রবার (২০ ডিসেম্বর) এই হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করবে রাশিয়া। রুশ কর্মকর্তারা হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

সারাবাংলা/এনজে

গ্রেফতার জেনারেল হত্যা মস্কো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর