Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্টারনেট বন্ধ হয়েছিল শেখ হাসিনার নির্দেশে, পলকের স্বীকারোক্তি

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৪ ১৩:৩১ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৭

আদালতে জুনায়েদ আহমেদ পলক। ফাইল ছবি

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধের ঘটনা কোনো দুর্ঘটনা ছিল না, বরং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলে জানিয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জিজ্ঞাসাবাদে জুনাইদ আহমেদ পলক এ তথ্য দিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

বিজ্ঞাপন

জিজ্ঞাসাবাদে জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘ভবনে আগুন লাগার কারণে ইন্টারনেট বন্ধ হয়নি, শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল। ইন্টারনেট বন্ধ করে গত জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল।’

বুধবার (১৮ ডিসেম্বর) ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদে এ স্বীকারোক্তি দিয়েছেন পলক। আজ চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

এ ছাড়া ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্যই বিচারের বৈধতা নিয়ে সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসান প্রশ্ন তুলেছেন বলেও জানান চিফ প্রসিকিউটর।

সারাবাংলা/কেআইএফ/এমপি

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৈষম্যবিরোধী আন্দোলন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর