Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাগরে লঘুচাপ, উপকূলের ২ বিভাগে বৃষ্টির আভাস

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৪ ১০:৩৯ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১০:৪১

ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এখনও স্পষ্ট অবস্থান করছে। যে কারনে দেশের উপকূলের দুই বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে মধ্যরাত ঘন কুয়াশায় ঢাকা দেশের অধিকাংশ এলাকা। আবহাওয়া অধিদপ্তর বলছে, এ পরিস্থিতি থাকতে পারে আরও তিন দিন।

এদিকে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাস বলেছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময় সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বিজ্ঞাপন

এদিকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। আর শুক্রবারের (২০ ডিসেম্বর) পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। আবার এসময়েই মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা বলছে এ সময়ের প্রথম দিকে বৃষ্টিপাতের প্রবনতা হ্রাস পেতে পারে এবং এ সময়ের শেষের দিকে তাপমাত্রা হ্রাস পেতে পারে।

আবহাওয়াবিদ মো: ওমর ফারুক জানিয়েছেন, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। যে কারনে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ও কাল শুক্রবার (২০ ডিসেম্বর) দেশের উপকূলসহ সাত বিভাগে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে দেশের নদ-নদী ও সমুদ্রবন্দরের জন্য কোনো সতর্কতা দেখাতে বলা হয়নি।

বিজ্ঞাপন

এদিকে গত ২৪ ঘন্টায় দেশের তেঁতুলিয়ায় সর্বনিম্ম তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশের অন্তত ২৫ জেলার তাপমাত্রা ১২ ডিগ্রির সামান্য ওপরে ও নিচে রেকর্ড করা হয়েছে।

সারাবাংলা/জেআর/এনজে

উপকূল বৃষ্টি লঘুচাপ সম্ভাবনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর