Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুম্বাইয়ে স্পিডবোটের সঙ্গে ফেরির সংঘর্ষে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৪ ০৮:৪৫ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৬

মুম্বাই উপকূলে ভারতীয় নৌবাহিনীর স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ফেরির সঙ্গে ধাক্কা লেগে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনীর এক মুখপাত্র।

বুধবার (১৮ ডিসেম্বর) মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, নিহতদের মধ্যে তিনজন নৌবাহিনীর সদস্য। এছাড়া ১০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

ঘটনার ভিডিওতে দেখা গেছে, স্পিডবোটটি একাধিকবার ঘুরতে ঘুরতে ফেরিতে ধাক্কা দেয়, যার ফলে ফেরিটি উল্টে যায়। নৌবাহিনী জানিয়েছে, ইঞ্জিনে ত্রুটি থাকায় দুর্ঘটনাটি ঘটেছে।

ব্যক্তিমালিকানাধীন ফেরিটি পর্যটন কেন্দ্র এলিফ্যান্টা গুহার দিকে যাচ্ছিল, তখনই এটি স্পিডবোটের ধাক্কায় দূর্ঘটনাটি ঘটে।

নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইঞ্জিন পরীক্ষা চলাকালীন একটি নৌবাহিনীর জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ফেরির সঙ্গে ধাক্কা খায়। এই দুঃখজনক প্রাণহানির জন্য আমরা গভীরভাবে শোকাহত।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে লিখেছেন, ‘মুম্বাইয়ের এই নৌকা দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা।’

সারাবাংলা/এনজে

নিহত ভারত মুম্বাই স্পিডবোট-ফেরি সংঘর্ষ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর