Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অন্তর্বর্তী সরকার একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৪ ০২:৪২ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৬

নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার

রংপুর: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার। তার ধারণা, অন্তর্বর্তী সরকার পক্ষপাতদুষ্ট নয়, তাই আগামীতে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে। আর এতে যারা নির্বাচনে অংশ নিতে চায়, তাদের কোনোরকম প্রতিবন্ধকতা হবে না।

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে রংপুর সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুধীজনদের সঙ্গে নির্বাচন কমিশন সংস্কার কমিটির মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।

বিজ্ঞাপন

এদিন রাতে বদিউল আলম মজুমদার বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে যে ঘোষণা দিয়েছেন, তা সঠিক। আমরা সর্বতোভাবে চেষ্টা করব, যাতে এই সময়সীমার মধ্যে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হয়।’ এ সময় নির্বাচন কমিশন সংস্কার কমিটির সুপারিশের আগে নির্বাচন কমিশন গঠন হওয়ায় সংস্কারে কোনো প্রতিবন্ধতা হবে না বলেও মনে করেন তিনি।

সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে বদিউল আলম মজুমদার বলেন, ‘আমাদের কাজ সংস্কার প্রস্তাব তুলে ধরা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলাপ-আলোচনা হবে। তখন চিহ্নিত হবে কোন কোন সংস্কার হবে। যেগুলোর ব্যাপারে তারা ঐকমত্যে পৌঁছুবে সেগুলো নির্বাচন কমিশন, সরকার ও রাজনৈতিক দল বাস্তবায়ন করবে।’

‘না’ ভোটের পক্ষে জনসমর্থন আছে উল্লেখ করে নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রধান বলেন, ‘এটি ফিরে আসার সম্ভাবনা আছে। যদিও আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি।’

বিজ্ঞাপন

জাতীয় সংসদ নির্বাচন, নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে? এমন প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, ‘কেউ জাতীয় নির্বাচন, আবার কেউ স্থানীয় সরকার নির্বাচন চায় আগে। কেউ চায় তত্ত্বাবধায়ক সরকার যখন সংবিধানে যুক্ত হবে, তখন দুটো নির্বাচনেই একসঙ্গে করতে। আমরা এখনো সিদ্ধান্ত নিইনি। একটু অপেক্ষা করতে হবে।’

সারাবাংলা/পিটিএম

অংশগ্রহণমূলক নির্বাচন টপ নিউজ ড. বদিউল আলম মজুমদার নির্বাচন সংস্কার কমিশন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর