খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত
১৮ ডিসেম্বর ২০২৪ ২২:৫৮ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৪
খুলনা: খুলনায় সন্ত্রাসীদের গুলিতে মো. সোহেল (৩২) নামের এক যুবকের নিহত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে নগরীর হাজী মুহাসীন রোড আরজান আলী লেনে এ ঘটনা ঘটে।
নিহত যুবক সাতক্ষীরা জেলার আমুলিয়া রাজাপুর এলাকার খালেক কারিগরের ছেলে। তিনি খুলনা নগরীর বাবুখান রোডের দ্বিতীয় গলিতে বসবাস করেন। সে পেশায় একজন রং মিস্ত্রী।
প্রতক্ষদর্শীরা জানান, নগরীর হাজী মুহাসীন রোড আরজান আলী লেনের একটি দোকানের সামনে সোহেল ও অপর এক ব্যক্তির বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে সোহেল দৌড় দিলে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। প্রাণ ভয়ে একটি বাড়িতে সে আশ্রয় নেই। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সারাবাংলা/এসআর