Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্তর্বর্তী সরকার আন্তরিক হলে জুনের মধ্যে সুষ্ঠু নির্বাচন সম্ভব’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ২২:৫১ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৪

খুলনা: অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন আন্তরিক হলে আগামী জুনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নে ৮দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে ধোঁয়াশা বক্তব্য না দিয়ে নির্বাচনের দিন-তারিখ ঠিক করে দিলে জনগণ নির্বাচনমুখী হবে। নির্বাচন যত তাড়াতাড়ি হবে ততই সরকার মানুষের মঙ্গল হবে। বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে এই সরকার দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন ব্যবস্থা করে দেবে।’

আজিজুল বারী হেলাল বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের দোসররা দেশকে অশান্ত করার অপচেষ্টা করছে, দ্রব্যমুল্যের উর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। দেশের মহামারী আকার ধারণ করেছে ডেঙ্গু। এসব কিছুই সমাধান করতে পারে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার।’

তিনি আরও বলেন, ‘আমরা রাষ্ট্র মেরামত করার লক্ষ্যে ৩১ দফা নিয়ে কাজ করছি। অতিদ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে। নির্বাচন করতে কত দিন লাগে সেটি দেশের মানুষ জানে। যেহেতু পতিত স্বৈরাচার সরকার সাড়ে ১৫ বছরে দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। সে জন্যই সকল রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছেন।

ঘাটভোগ ইউনিয়ন বিএনপির আহবায়ক এস এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী (জুলু), এনামুল হক সজল, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা কৃষকদলের সদস্য সচিব আবু সাইদ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ খুলনা জেলার আহবায়ক আরিফুর রহমান। সঞ্চালনায় ছিলেন ঘাটভোগ ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক মিকাইল বিশ্বাস।

বিজ্ঞাপন

এর আগে খুলনা মহানগর ও জেলা কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন আজিজুল বারী হেলাল।

সারাবাংলা/এসআর

আজিজুল বারী হেলাল খুলনা বিএনপি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর