Saturday 28 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে বইমেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ২২:১৯

রাজশাহী: রাজশাহী নগরীর কালেক্টরেট মাঠে শুরু হয়েছে আট দিনব্যাপী বিভাগীয় বইমেলা-২০২৪। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে বেলুন ফেস্টুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এবং রাজশাহী বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় এই বই মেলার আয়োজন করা হয়।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।

বইমেলাতে সরকারি আটটি প্রতিষ্ঠান এবং বেসরকারি ৭৫টি প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল আছে। এ মেলা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং সরকারি বন্ধের দিনে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

সারাবাংলা/এসআর

বইমেলা রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর