Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মোদির বক্তব্য বাংলাদেশের জন্য উদ্বেগের’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ২০:৫৪ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ২২:০৪

ঢাকা: বাংলাদেশের বিজয় দিবস নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া বক্তব্য বাংলাদেশের জন্য উদ্বেগের বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন।

বুধবার (১৮ ডিসেম্বর) নিজের নির্বাচনি আসন মুন্সীগঞ্জ-২ এর মাওয়ায় আয়োজিত আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আসাদুজ্জামান রিপন বলেন, ”১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র। এর বেশি কিছু নয়। তাই বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় দেওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনার পরিপন্থী।’’

তিনি বলেন, ‘‘ভারতের কিছু মানুষ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং বিজয় অর্জনকে খাটো করার নোংরামিতে নেমেছে। ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের বিজয়কে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে উল্লেখে করার মাধ্যমে সুকৌশলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন। বিজয় দিবসটা যে বাংলাদেশের সেই বাংলাদেশের নামই এড়িয়ে গেছেন তিনি; যা রীতিমতো উদ্বেগের।’’

আসাদুজ্জামান রিপন ভারতীয় কতৃপক্ষকে মনে করিয়ে দিয়ে বলেন, ‘‘নরেন্দ্র মোদি এবং বাংলাদেশবিরোধি ভারতীয়রা যেন মনে রাখেন ১৯৭১ সালে সূচিত যুদ্ধটি ছিল স্বাধীনতার জন্য পাকিস্তানের বিরুদ্ধে শুধুমাত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধ।’’

তিনি বলেন, ‘‘নরেন্দ্র মোদির বক্তব্যে বাংলাদেশের অস্তিত্ব উপেক্ষিত হওয়ায় তা রীতিমতো বাংলাদেশের মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতি হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই ভারতীয় এই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানো উচিত। পাশাপাশি সরকারের উচিত ভারতীয় হাই কমিশনারকে ডেকে নরেন্দ্র মোদির বক্তব্যের প্রতিবাদ করা।’’

বিজ্ঞাপন

বিএনপি নেতা এ্যাডভোকেট জিকে গাউসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোশারফ হোসেন নসু, লুৎফর রহমান পাভেল, সোলায়মান তপু প্রমুখ।

সারাবাংলা/এজেড/আরএস

আসাদুজ্জামান রিপন নরেন্দ্র মোদি বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর