Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্রনেতারা খুন হওয়ায় ছাত্রদলের উদ্বেগ

স্পেশাল করসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ২০:৪০

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

ঢাকা: গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্রনেতারা একের পর এক খুন হওয়ায় উদ্বেগ প্রকাশ করে তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (১৮ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ আহ্বান জানান সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

ছাত্রদলের দপ্তর (সহসভাপতি মর্যাদা) সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ‘চট্টগ্রাম নগরীতে ছাত্রদল কর্মী জসিমউদ্দীনকে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। জসিমউদ্দীন জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী হিসেবে ছাত্ররাজনীতিতে যুক্ত ছিলেন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে জসিম বীরোচিত ভূমিকা পালন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহিদ জসিমউদ্দীনের খুনের ঘটনায় গভীরভাবে শোকাহত ও উদ্বিগ্ন।’

তারা বলেন, ‘সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজবির হোসেন শিহান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত দুর্বৃত্তদের হাতে খুন হন। তাজবির ও শিহান উভয়েই গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জোরালোভাবে আশঙ্কা প্রকাশ করছে যে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরাজিত শক্তি অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের টার্গেট করে গুপ্ত হত্যার মিশনে নেমেছে। পরপর কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থী একইভাবে দুর্বৃত্তদের হাতে খুন হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।’

নেতৃদ্বয় বলেন, ‘আরও কয়েকজন শিক্ষার্থী নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী সন্ত্রাসীদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট সকলের জীবনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এইচআই

ছাত্রদল বিএনপি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর