Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অনুমতি ছাড়া ভারতীয়রা চিকিৎসকরা কীভাবে বাংলাদেশে চিকিৎসা দিচ্ছেন’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ১৯:৫৪ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ২১:১৬

ঢাকা: বিএমডিসির অনুমতি ছাড়া ভারতীয় চিকিৎসকরা কীভাবে বাংলাদেশে চিকিৎসা দিচ্ছেন- অন্তর্বর্তী সরকারের উদ্দেশে এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

বুধবার (১৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন বগুড়া শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য মুশফিক রহমান সোহাগের চিকিৎসার খোঁজখবর নিতে গিয়ে তিনি এ প্রশ্ন তোলেন।

বিজ্ঞাপন

ডা. রফিকুল ইসলাম বলেন, ‘‘বাংলাদেশে তাদের (ভারত) পোষ্য সরকারের পতনের পর চিকিৎসাসহ সব ধরনের ভিসা স্থগিত রেখেছে ভারত। বাংলাদেশের মানুষ ভারতে বৈধ কাগজ নিয়ে চিকিৎসার জন্য যায়। অথচ বিএমডিসির অনুমতি ছাড়াই ভারতীয় চিকিৎসকরা বাংলাদেশে মোটা অংকের টাকার বিনিময়ে চিকিৎসা দিচ্ছেন। আর জনগণের আন্দোলনের ফসল যে অন্তর্বর্তী সরকার, সেই সরকার কোনো নজর দিচ্ছে না। ”

তিনি বলেন, ‘‘স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার অনেক দোসর রেখে গেছেন। তারা দেশের বিরুদ্ধে এখনও নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। এ ছাড়া বিদেশি প্রভুদের উসকানিতে পতিত স্বৈরাচার শেখ হাসিনাও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। এ ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এ ক্ষেত্রে ঐক্যের কোনো বিকল্প নেই।’’

এসময় বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগন্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, ডা. ইউনুস আলী, ডা. নবিদ আলম, ডা নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন বগুড়া শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য মুশফিক রহমান সোহাগ। আহত হবার পর থেকেই তারেক রহমানের আর্থিক সহযোগিতায় তার চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/আরএস

ডা. রফিকুল ইসলাম বিএনপি ভারতীয় চিকিৎসক

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর