Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গীর ইজতেমা ময়দান ছাড়ছেন সাদ অনুসারীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৩ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ২০:০৪

গাজীপুর: টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দান ছাড়তে শুরু করেছে মুসল্লীরা। টঙ্গী ইজতেমা ময়দানের আশপাশের তিন কিলোমিটার এলাকা এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ-পশ্চিম এলাকায় যে কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পরপরই ইজতেমা ময়দান ছাড়তে শুরু করেছেন সাদ অনুসারীরা।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এমন ঘোষণা আসার পরপরই ইজতেমা ময়দান ছাড়তে শুরু করেন তারা। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাদ অনুসারীরা বাস, ব্যক্তিগত গাড়ি, পিকআপ ও পায়ে হেটে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন।

বিজ্ঞাপন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডা. নাজমুল করিম খান এক আদেশে জানিয়েছেন, বিশ্ব ইজতেমা ময়দান ও আশপাশের তিন কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের জমায়েত, সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে।

আরও পড়ুন:

ইজতেমা ময়দান এলাকায় ১৪৪ ধারা জারি

বিশ্ব ইজতেমায় দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৩

প্রসঙ্গত, টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা মাঠে সাদপন্থি ও জোবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষে বেলাল হোসেন (৫৫), বাচ্চু মিয়া (৭০) এবং তাইজুল ইসলাম (৬৫) নামে তিন মুসল্লি নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। উত্তপ্ত পরিস্থিতি এড়াতে প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

সারাবাংলা/এসআর

ইজতেমা সাদ অনুসারীরা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর