Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক সাংসদ নিজাম হাজারী ও দুর্জয়ের বিরুদ্ধে দুদকের মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ১৮:০২ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৯:১৬

নাঈমুর রহমান দুর্জয় ও নিজাম উদ্দিন হাজারী।

ঢাকা : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৮ ডিসেম্বর) মামলাটি দায়ের করা হয়েছে। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন

জানা গেছে, নিজাম হাজারীর ৮২টি ব্যাংক হিসাবে ৫৪৮ কোটি ৮০ লাখ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক অসংখ্য লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এরমধ্যে ১৮ কোটি ৭২ লাখ ৮৪ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক।

সারাবাংলা/জিএস/এমপি

দুর্নীতি দমন কমিশন (দুদক) নাঈমুর রহমান দুর্জয় নিজাম উদ্দিন হাজারী