Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রয় কমিটিতে ২৪৫১ কোটি টাকার ১০ প্রস্তাব অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৮ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৯:১৬

ঢাকা : সুইজারল্যান্ডের স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানি এবং ১ লাখ ২০ হাজার মেট্রিক টন সার ক্রয়সহ ১০টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে প্রায় ২ হাজার ৪৫১ কোটি ২১ লাখ টাকা।

বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানান, বৈঠকে অন্যান্যের মধ্যে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানি এবং অভ্যন্তরীণ বাজার থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ও ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের প্রস্তাব অনুমোন দেয়া হয়েছে।

সারাবাংলা/আরএস

সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর