Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগের বিচার ব্যতীত নির্বাচনে যাব না: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ১৬:৪২ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৪

ঢাকা: আগামীতে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বৈষম্যবিরোধীদের নেতৃত্বে রাজনৈতিক দল আসছে জানিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার ব্যতীত এবং যারা ছাত্র জনতার ওপর গুলি চালিয়েছিল তাদের বিচার অবধি আমরা কোনো নির্বাচনে আর যাব না।

তিনি বলেন, আগামীতে যে কোনো রাজনৈতিক দল এবং কোনো শক্তি যদি তাদের হিস্যা এবং ন্যায্য অধিকার ব্যতীত নির্বাচনে যায়, তাহলে মনে করব তারা জাতীয় শত্রু এবং জনগণের কাছে তারা বেঈমান হিসাবে পরিচিত হবে।

বিজ্ঞাপন

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর এসোসিয়েশনের কাউন্সিলর সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘ছাত্র-গণহত্যা ও ফ্যাসিবাদবিরোধী সিটি ও পৌর কাউন্সিলরদের জনস্বার্থে পুনর্বহালের দাবি ও বর্তমান সরকারকে সহযোগিতার লক্ষ্যে’ শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাসীরুদ্দীন পাটওয়ারী জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে দাবি জানিয়ে বলেন, যারা গণঅভ্যুত্থানের শক্তি যারা ছাত্র জনতার শক্তি যারা বাংলাদেশের পক্ষের শক্তি অনতিবিলম্বে আপনাদেরকে আপনাদের স্থান ফিরিয়ে দেওয়া হোক এবং আপনাদেরকে প্রশাসনিক মর্যাদায় দিয়ে বাংলাদেশের স্থানীয় সরকারের যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে সরকার দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনবে।

তিনি আরও বলেন, ‘আগামীতে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ও বৈষম্যবিরোধীর নেতৃত্বে যে রাজনৈতিক দল আসছে, সে রাজনৈতিক দলে আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। আশা করি, সেই রাজনৈতিক দলে আপনাদের ত্যাগের মূল্যায়ন হবে। জনতা এবং মানুষের মধ্যে যে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক, সেখানে আমরা আপনাদের পাশে পাবো। এই অঙ্গিকারের মধ্যে যদি যেতে পারি, তাহলে বাংলাদেশে একটি শক্তিশালী দল আমরা উপহার দিতে পারব। সে দলের মধ্য দিয়ে সেন্ট্রাল পাওয়ার বলি আর লোকাল পাওয়ার বলি, সেখানে আমরা একটি শক্তিশালী ভোট রচনা করে ভবিষ্যৎ বাংলাদেশকে ফ্যাসিবাদ এবং বিদেশি ষড়যন্ত্র থেকে মুক্ত করে জনগণের সমস্যা সমাধানের রাজনীতি কর‍তে পারব।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা একাত্তরের বিচার এখনও বুঝে পাইনি। আমরা এখনও জামায়াতের ভূমিকার স্পষ্টতা জাতির সামনে বুঝে পাইনি। নব্বইয়ের স্বৈরাচারের আন্দোলনের পর যে দুটি রাজনৈতিক দল বাংলাদেশে নতুন একটা ব্যবস্থা দেওয়ার চেষ্টা করেছিল, সেখানেও আমরা তাদের অঙ্গিকারের জায়গা থেকে নতুন একটা ব্যবস্থা পাইনি। এ কারণে ১৫ বছর আমরা ফ্যাসিস্টদের পদানত হয়েছিলাম।

পতিত আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে ভোট নিয়ে ছিনিমিনি খেলেছে দাবি করে তিনি বলেন, গত ১৫ বছরে আমাদের ভোট নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। ১৫ বছরে যে মানুষগুলো গুম-খুন হয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন, তাদের ন্যায্য হিস্যা ছাড়া আগামীতে কোনও দল বা পক্ষ যদি নির্বাচনে যায়, তাহলে আমরা মনে করবো তারা জাতীয় শত্রু। তারা জনগণের কাছে বেইমান হিসেবে পরিচিত হবে।

কাউন্সিলর সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি নজরুল ইসলাম খান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ। আরও বক্তব্য দেন আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক ও নাগরিক কমিটির সহমুখপাত্র সারজিস আলমসহ অনেকে।

সারাবাংলা/এনআর/ইআ

জাতীয় নাগরিক কমিটি নাসীরুদ্দীন পাটওয়ারী