Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ১৬:০০

যশোরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

যশোর: ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ এই প্রতিপাদ্যে যশোরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ আয়োজনে আজ বুধবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন জেল প্রশাসক মো.আজাহারুল ইসলাম। এ সময় প্রশিক্ষিত হয়ে বিদেশে যাওয়ার আহ্বান জানান তিনি। প্রতারণার ফাঁদে পা না দেওয়ার ব্যাপারেও সতর্ক করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠান ও র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক কমলেশ মজুমদার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক শাহারিয়ার হাসানসহ সহযোগী প্রতিষ্ঠানের কর্মর্তারা।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া জনগণকে অবহিত করার লক্ষ্যে কালেক্টরেট চত্বরে বিভিন্ন এনজিও ও ব্যাংকের সমন্বয়ে ১০টি স্টল দেওয়া হয়।

সারাবাংলা/এসডব্লিউ

আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৮ উদযাপন জাতীয় প্রবাসী দিবস যশোর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর