Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচনের ঘোষিত রোডম্যাপে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ১৫:৫০ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৭:০৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: সারাবাংলা

ঢাকা: নির্বাচনের ঘোষিত রোডম্যাপে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (১৮ ডিসেম্বর) মহাখালী কড়াই বস্তির বনানী ৫ নম্বর রোডে আনসার ক্যাম্প সংলগ্ন ময়দানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান। স্বাস্থ্যসেব কর্মসূচি উপলক্ষে ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন’ এ অনুষ্ঠান আয়োজন করে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। নির্বাচনের জন্য ৪ থেকে ৬ মাসের বেশি সময় লাগার কথা না। এ সরকারের প্রধান ও প্রথম কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা। আর সে জন্য কিছু আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও মাঠের সংস্কার দরকার। আমরা পর্যবেক্ষণ করে ও বিশ্লেষণ করে বের করেছি, এক্ষেত্রে সংস্কারে চার থেকে ছয় মাসের বেশি সময় লাগার কথা নয়।’

তিনি বলেন, ‘ভোটের জন্য সবাই অপেক্ষা করছে। তাই যত দ্রুত সম্ভব সংস্কার সেরে ভোটের আয়োজন করতে হবে। কোনো অবস্থাতেই নির্বাচন বিলম্ব করা যাবে না। সংকট নিরসে দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে। দেশ নির্বাচনমুখী হলেই সব কিছু ঠিক মতো এগোবে। গণতান্ত্রিক যাত্রা পথে আমরা যেন কোনো কৌশল প্রয়োগ না করি।’

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘সংবিধানে এ ব্যবস্থা পুরোপুরি ফিরে আসা দেশ ও জাতির জন্য ইতিবাচক। এসব ইতিবাচক বিষয়গুলো সামনে রেখে দ্রুত গণতন্ত্রের দিকে ফিরতে হবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার পরিচালক অধ্যাপক মোর্শেদ হাসান খান, অধ্যাপক আবুল হাসনাত মোহা. শামীম, ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, ডা. মোস্তফা আজিজ সুমন, কৃষিবিদ খন্দকার মাহফুজুল হক বাচ্চু, প্রকৌশলী মাহবুব আলম, অধ্যাপক লুৎফুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এমপি

নির্বাচনের ঘোষিত রোডম্যাপ সালাহউদ্দিন আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর