Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ দিনের রোমাঞ্চের পর ড্র ব্রিসবেন টেস্ট

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৪ ১১:৫৮ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১২:৫১

ড্র হয়েছে ব্রিসবেন টেস্ট

ব্রিসবেনের এই মাঠে এটিই ছিল শেষ টেস্ট। ঐতিহাসিক এই টেস্টে শেষ পর্যন্ত জিততে পারল না অস্ট্রেলিয়া-ভারতের কেউই। ৫ম দিনের রোমাঞ্চকর এক লড়াইয়ের পরেও বৃষ্টির কারণে দিনের অর্ধেকের বেশি খেলা হয়নি। ৫ম দিনের বাকি খেলা পরিত্যক্ত ঘোষণা করায় ফলাফল আসেনি এই ম্যাচের। আর এতেই ড্র হয়েছে বোর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্ট। সিরিজে এখনও ১-১ এ সমতা।

ব্রিসবেন টেস্টের শুরু থেকেই বাগড়া বাধিয়েছে বৃষ্টি। বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে পুরো ম্যাচজুড়েই নষ্ট হয়েছে অনেক সময়। ম্যাচের শেষ দিনেও তার ব্যতিক্রম হয়নি। দিনের শুরু থেকেই বারবার খেলা বন্ধ হয়েছে বৃষ্টির কারণে। শেষ পর্যন্ত চা বিরতির সময় নামা বৃষ্টি আর থামেনি। দুই আম্পায়ারও তাই ঘোষণা দেন, মাঠে আর গড়াবে না কোনো বল।

বিজ্ঞাপন

চতুর্থ দিনে অজিদের দুর্দান্ত বোলিংয়ে ফলো-অনের শঙ্কায় পড়েছিল ভারত। তবে দিনের শেষভাগে আকাশদীপ-বুমরাহর দুর্দান্ত এক জুটিতে ফলো-অন এড়ায় ভারত। ৫ম দিনের শুরুতেই আকাশদীপকে ফিরিয়ে ভারতের ইনিংস ২৫০ রানে গুটিয়ে দেন ট্রাভিস হেড। আকাশদীপের সাহসী সেই ৩১ রানের ইনিংসের সুবাদেই ফলো-অনে পড়েনি ভারত।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে হঠাৎ ম্যাচ জমিয়ে তোলে অস্ট্রেলিয়া। ৮ রানে উসমান খাজাকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন জাসপ্রীত বুমরাহ। বুমরাহর সাথে আকাশদীপের দারুণ বোলিংয়ে আরও বেশ কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে অজিরা। অজি টপ অর্ডারের ৪ ব্যাটার দুই অংক ছুঁতে না পারায় ৩৩ রানেই ৫ উইকেট হারায় তারা।

ধুঁকতে থাকা অস্ট্রেলিয়াকে পথ দেখিয়েছেন ট্রাভিস হেড ও অ্যালেক্স ক্যারি। ১৭ রান করা হেডকে ফিরিয়ে ২৭ রানের জুটি ভাঙ্গেন সিরাজ। এরপর আসে ২ চার, ২ ছয়ে ১০ বলে প্যাট কামিন্সের ২০ রানের ক্যামিও। কামিন্স ফিরলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ৭ উইকেটে ৮৯ রানে ইনিংস ঘোষণা করলে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭৫।

বিজ্ঞাপন

সেই লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৩ বল ব্যাট করতে পেরেছেন ভারতের দুই ওপেনার। এরপর আলোকস্বল্পতায় বন্ধ হয় খেলা। পরে বৃষ্টি নামলে আর মাঠে নামা হয়নি তাদের।

আগামী ২৬ ডিসেম্বর সিরিজের চতুর্থ টেস্টে মেলবোর্নে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত।

সারাবাংলা/এফএম

ব্রিসবেন ভারত-অস্ট্রেলিয়া টেস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর