Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভানুয়াতুতে ভূমিকম্পে ১৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৪ ১১:২৬ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৩:১১

ভানুয়াতুতে ভূমিকম্পে ১৪ জনের মৃত্যু

প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সরকার।

বুধবার (১৮ ডিসেম্বর) বার্তা সংস্থা এএফপি’র সর্বশেষ হিসেবে এই তথ্য পাওয়া গেছে। সিডনি থেকে এএফপি আজ এই খবর জানিয়েছে।

এএফপি আরও জানিয়েছে, রাজধানী পোর্ট ভিলার একটি হাসপাতালে ৪ জন, ভূমিধসের ফলে ধংসস্তুপের নীচ থেকে ৬ জন এবং একটি ভবনের ধংসস্তুপ থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ওই ভবনের নিচে আরও মরদেহ থাকতে পারে। তাই মৃতের সংখ্যাও বাড়তে পারে।

এদিকে মঙ্গলবার দিনের শেষে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ২শ’রও বেশি লোককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আরও জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পে দেশটির প্রধান হাসপাতাল, একটি বিশাল শপিং মল এবং মার্কিন দূতাবাসসহ বিভিন্ন দেশের কূটনীতিক মিশনের ভবনগুলোর অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া রাজধানীর আরও ১০টি ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে তিনটি ব্রীজ এবং দু’টি বিদ্যুৎ লাইনও ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে সরকার জানিয়েছে, দেশটির পানি সরবরাহের দু’টি বড় জলাধার সম্পূর্ণরুপে ধ্বংস হয়ে গেছে। এই কারণে পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। বিমান বন্দরের স্বাভাবিক কার্যক্রমও বন্ধ রয়েছে। বিমানের জ্বালানি দূষিত হওয়ায় বিমান চলাচল বন্ধ রয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

ভানুয়াতুত ভূমিকম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর