Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুবিতে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

কুবি করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ১০:৫১

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সুনীতি শান্তি হলে ‘বিজয়ের আনন্দে নবজাগরণ’ এ প্রতিপাদ্যে মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় হল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হল প্রাধ্যক্ষ ড. মোসা. শাহিনুর বেগম।

বিজয় দিবসের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ী দলের সদস্যরা হলেন—মোসা: মারুফা খাতুন ও মিথিলা হক তুলি; রানার আপ তথা বিজিত দলের সদস্যরা হলেন—ফাতেমা আক্তার হীরা ও সাদিয়া খানম প্রিয়া। এছাড়াও প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন সাদিয়া আফরিন মোহনা এবং জাজ অব দ্য টুর্নামেন্টের হয়েছেন সোনিয়া সুলতানা।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী তাদের হাতে পুরস্কার তুলে দেন। পরে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। যেখানে দেশাত্মবোধক গান,নৃত্যসহ বেশ কিছু ইভেন্ট রাখা হয়।

এ সময় ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান , অধ্যাপক ড. মোহাম্মদ মাকসুদুল করিম,সহযোগী অধ্যাপক সাইদুল আল-আমিন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও হলের আবাসিক শিক্ষক অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা আক্তার, আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা তালুকদার রাহী, রসায়ন বিভাগের প্রভাষক খন্দকার আফরিনা হকসহ হলের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসডব্লিউ

কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর