ফিফা বর্ষসেরা
ফিফার বর্ষসেরা একাদশে আছেন যারা
১৮ ডিসেম্বর ২০২৪ ১১:০২ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৬:০৭
কাতারের দোহায় অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে ফিফার বর্ষসেরার বিজয়ীর নাম। বর্ষসেরার নানা পুরস্কারের মাঝে ঘোষণা করা হয়েছে গত বছরের সেরা একাদশও। চলুন দেখে নেওয়া যাক এবারের সেরা একাদশে আছেন কারা।
বিশ্বের বিভিন্ন দেশের কোচ, অধিনায়ক, সমর্থক ও সাংবাদিকদের ভোটে নির্বাচিত হয়েছে গত বছরের সেরা একাদশ। একাদশে সবচেয়ে বেশি ৫ জন ফুটবলার আছে রিয়াল মাদ্রিদের, ৩ জন আছেন ম্যানচেস্টার সিটির।
বর্ষসেরা একাদশের গোলরক্ষক নির্বাচিত হয়েছে আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলা কিপার এমি মার্টিনেজ। এবারের বর্ষসেরা কিপারের পুরস্কারও উঠেছে তার হাতেই। রক্ষণভাগে আছেন রিয়াল মাদ্রিদ ও স্পেনের দানি কারভাহাল, ম্যানচেস্টার সিটি ও স্পেনের রুবেন দিয়াজ, রিয়াল মাদ্রিদ ও জার্মানির আন্তোনিও রুডিগার এবং আর্সেনাল ও ফ্রান্সের উইলিয়াম সালিবা।
মিডফিল্ডে আছেন রিয়াল ও ইংল্যান্ডের জুড বেলিংহাম, ম্যানচেস্টার সিটি ও স্পেনের রদ্রি এবং রিয়াল ও জার্মানির টনি ক্রুস। আক্রমণভাগে আছেন স্পেন ও বার্সেলোনা তারকা লামিক ইয়ামাল। আছেন ম্যানচেস্টার সিটি ও নরওয়ের আরলিং হালান্ড এবং রিয়াল ও ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র।
সারাবাংলা/এফএম