ফিফা বর্ষসেরা
সেরা কোচ রিয়ালের আনচেলত্তি
১৮ ডিসেম্বর ২০২৪ ০৯:৪৯ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৬:০৮
তার অধীনেই গত মৌসুমে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল রিয়াল মাদ্রিদ। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে রিয়াল মাদ্রিদের সাফল্যের মুকুটে আরও কিছু পালক যুক্ত করেছিলেন কোচ কার্লো আনচেলত্তি। এবার সেটার পুরস্কারই পেলেন তিনি। ফিফার বর্ষসেরা কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন রিয়াল কোচ আনচেলত্তি।
ব্যালন ডি অর ঘোষণার সময় সেরা কোচ হিসেবে পুরস্কৃত করা হয়েছিল আনচেলত্তিকে। তবে সেই অনুষ্ঠান বয়কট করেছিল পুরো রিয়াল মাদ্রিদ দল। তবে ফিফার বর্ষসেরা অনুষ্ঠানে রিয়াল দলের সাথে এসেছিলেন আনচেলত্তিও। এবারও সেরা কোচের পুরস্কার উঠল তার হাতেই।
গত মৌসুমে আনচেলত্তির অধীনে দুর্দান্ত ফর্মে থাকা রিয়াল দাপটের সাথেই খেলেছে। রেকর্ড গড়েই লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ ঘরে তুলেছেন তারা। ক্লাবের হয়ে এমন সাফল্যের সুবাদেই ফিফার বর্ষসেরা কোচের পুরস্কার পেলেন আনচেলত্তি।
আনচেলত্তি পেছনে ফেলেছেন বেয়ার লেভারকুসেন কোচ জাভি আলোনসোকে। ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই পুরস্কার জেতেন আনচেলত্তি। জাভি পেয়েছেন ২২ পয়েন্ট, ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা তৃতীয় হয়েছেন ১০ পয়েন্ট নিয়ে।
বর্ষসেরা কোচ হওয়ার পর আনচেলত্তি ধন্যবাদ জানিয়েছেন তার দলকেই, ‘আমি আমার দল ও পরিবারকে ধন্যবাদ জানাতে চাই। এই পুরস্কার জেতা গর্বের ব্যাপার। আমি রিয়াল প্রেসিডেন্ট পেরেজের সাথে এই ট্রফি ভাগাভাগি করে নিতে চাই কারণ তিনিই আমাকে এই সুযোগটা করে দিয়েছেন। আমি ৪৮ বছর ধরে ফুটবলের সাথে আছি। এটা আমার অনেক আবেগের জায়গা। এত বছর পরেও আমি এখানে আবেগ খুঁজে পাই বলেই এখনো কোচিংটা চালিয়ে যাচ্ছি।’
সারাবাংলা/এফএম