Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল

স্পেশাল করসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৪ ২১:৩৩ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৬:০৫

ঢাকা: হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের নিবন্ধনের সময় আগামী ১৯ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ সময়ের মধ্যে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে এবং একই সঙ্গে হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করার জন্য হজযাত্রীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিশেষ বিবেচনায় হজ এজেন্সি এবং হজযাত্রীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সময় বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুষ্ঠু হজ ব্যবস্থপনার স্বার্থে বর্ধিত সময়ের পর আর কোনো সময় বৃদ্ধির সুযোগ থাকবে না।

সারাবাংলা/জেআর/এইচআই

হজ নিবন্ধন হজযাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর