Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতীয় আগ্রাসন-অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ব্র্যাক শিক্ষার্থীদের

স্পেশাল করসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৪ ২০:৪৫

ব্রাক বিশ্ববিদ্যালয়

ঢাকা: সার্বভৌমত্ব রক্ষা ও ভারতীয় আগ্রাসন-অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে ‘সেন্ট্রাল স্টুডেন্ট অব ব্র্যাক বিশ্ববিদ্যালয়’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তারা এ প্রতিবাদ সমাবেশ করেন।

এ সময় বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপ্রপচার, ভারতের সঙ্গে একপাক্ষিক চুক্তি বাতিল, সামরিক বাহিনীসহ সকল জায়গা থেকে দালালদের বিতাড়িত করার দাবি জানান তারা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন– সীমান্ত হত্যা ও ভারতীয় আগ্রাসন বন্ধে বর্তমান সরকারকে গুরুত্ব দিতে হবে। এ ছাড়া পিলখানা হত্যাকাণ্ডের বিচার দাবি করে তারা বলেন, এই হত্যাকাণ্ডের বিচার না হলে এই দেশ ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি পাবে না।

বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সরকারের উপদেষ্টাদের সমালোচনা করে বক্তারা বলেন, সমন্বয়কদের ওপর হামলা হলে সাথে সাথে প্রতিবাদ জানানো হয়। অথচ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার শিকার হলেও তারা কোনো প্রতিবাদ করে না। এমন দ্বিচারিতা থেকে সমন্বয়ক ও সরকারকে সরে আসার আহ্বান জানান তারা।

সারাবাংলা/ইউজে/এইচআই

ব্রাক বিশ্ববিদ্যালয় ভারতীয় আগ্রাসন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর