Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভবিষ্যতকে সামনে রেখে নগদকে গড়ে তোলার কাজ করা হচ্ছে

সাারাবাংলা ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৫ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৯:৫৫

ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ

ঢাকা: বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদকে আগামী বাংলাদেশের উপযোগী করে গড়ে তুলতে কাজ করছে বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসক এবং তার দল। বর্তমানে নবগঠিত ব্যবস্থাপনা পর্ষদ এবং প্রশাসক দলের সরাসরি তত্ত্বাবধানে নগদ পরিচালিত হচ্ছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নগদ।

বিজ্ঞপ্তিতে নগদ জানায়, বর্তমানে নগদে লেনদেন সর্বোচ্চ নিরাপদ। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট প্রতিটি নীতিমালা এবং বিধিবিধান মেনেই নগদ পরিচালিত হচ্ছে। নগদকে পরিশুদ্ধ করে গড়ে তুলতে নগদের পূর্বপর সকল বিষয়ে তদন্ত হচ্ছে।

লিখিত তথ্যে বলা হয়, নগদের সাড়ে নয় কোটি গ্রাহকের আস্থাকে পুঁজি করে নগদ বাংলাদেশের বিশাল সংখ্যক গ্রাহকের পছন্দের একটি আর্থিক প্রতিষ্ঠান এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। নগদের এই সেবাকে আরও উন্নত এবং আন্তর্জাতিক মানের করতে চায় বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক। সে লক্ষ্যেই কাজ করছেন নগদে নিযুক্ত প্রশাসক এবং তার অন্যান্য সহকর্মীরা।

অতীতে নগদের কিছু অর্থনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে সম্প্রতি বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে। এ বিষয়ে নগদ কর্তৃপক্ষ মনে করে, আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন সংক্রান্ত স্বচ্ছতা প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি বিষয়। আর সেটিই করে যাওয়ার চেষ্টা করছে বর্তমান প্রশাসন। একই সঙ্গে তারা গ্রাহকদের উদ্বিগ্ন না হয়ে নিশ্চিন্তে নগদে লেনদেন করার জন্য অনুরোধ করেন।

লিখিত তথ্য আরও বলা হয়, অতীতে কী ঘটেছে সেটি যথাযথ তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। আর তার ওপর ভিত্তি করেই পরিশুদ্ধ নগদ গড়ে উঠবে। নগদ এখন বাংলাদেশ ব্যাংকের সরাসরি তদারকিতে আছে। বাংলাদেশ ডাক বিভাগের একটি প্রতিষ্ঠান হিসেবে এখানে গ্রাহকের প্রতিটি টাকা নিরাপদ। ফলে নগদে লেনদেন করায় বা নগদের সাথে থাকায় কোনো সংকোচের কিছু নেই। আগে যাই হয়ে থাকুক, নগদ এখন আরও উন্নত সেবা এবং অধিকতর নিশ্চয়তা নিয়ে এগিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

সেখানে দাবি করা হয়, গত কয়েক মাসে প্রতিদিন বিপুল সংখ্যাক গ্রাহক নগদের সঙ্গে যুক্ত হচ্ছে। নগদের দৈনিক লেনদেন এখন আগের যেকোনো সময়কে ছাড়িয়ে গেছে। ফলে নগদ এখন গ্রাহকের আরও পছন্দের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, নগদ কেবল বাংলাদেশের সেরা মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস হবে না; এটি বিশ্বমানের একটি আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হবে। বিশ্বসেরা প্রযুক্তি ও সেবা দিয়ে নগদকে সাজানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আর সেই লক্ষ্যেই নগদ নিয়ে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক।

সারাবাংলা/এইচআই

নগদ

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর