Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাহেরীর মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৩ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৬

চট্টগ্রাম নগরীতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন তাহেরীর কয়েক’শ অনুসারী। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম নগরীতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন তার কয়েক’শ অনুসারী।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে নগরীর মুরাদপুর এক নম্বর রেলগেট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। ‘সর্বস্তরের সুন্নি জনতার’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়েছে।

সমাবেশে ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় শূরা মজলিসের সদস্য আমান উল্লাহ আমান সমরকান্দি বলেন, ‘সুন্নিরা মাঠে ময়দানে সোচ্চার আছে। কোনো ধরণের ষড়যন্ত্র ও প্রোপাকাণ্ডায় সুন্নিদের মাঠ থেকে সরানো যাবে না। অতিবিলম্বে আমরা আল্লাম্মা তাহেরীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রত্যাহার চাই। উনার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে সেটা একটি ষড়যন্ত্র। এ মামলার কোনো ভিত্তি নেই। প্রহসনমূলক একটি মামলা।’

‘মিডিয়ার কাছে অনুরোধ করব, তাহেরী পালিয়ে গেছে এ কথা আর কেউ লিখবেন না। তাহেরী পালিয়ে যাননি। তিনি এ বাংলাদেশের সন্তান। তাহেরী এ বাংলাদেশেই আছেন। উনি প্রতিদিন মাহফিল করছেন। গত ১৫ ডিসেম্বর (রোববার) বলা হয়েছে, তাহেরী বিল দিয়ে পালিয়েছে। কিন্তু উনার যে সময়ে তাকদির করার কথা সে সময়ে উনি বীরের বেশে মঞ্চে উঠেছে। এটা শোনা কথা নয়। আমরাই সাক্ষী। কারণ আমরাই অনুষ্ঠানের আয়োজক ছিলাম। স্শরীরে মাহফিলে উপস্থিত ছিলাম। ওই মাহফিলে তিনি দীর্ঘক্ষণ তাকবীর করেছেন। এরপর তিনি বিদায় নিয়েছেন।’

তিনি আরও বলেন, আমি আইনশৃঙ্খলাবাহিনীর কাছে আহবান জানাই, আপনারা অন্তর্বর্তী সরকারের কাছে বার্তা পাঠান। আরেকটি অশান্ত পরিবেশ সৃষ্টি না হওয়ার আগেই আল্লামা তাহেরীর বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহার করা হয়। অন্যথায় যদি প্রত্যাহার না হয় এখন যেগুলো দেখছেন অগোছালো আন্দোলন। কেউ নেমে আসেনি। আমরা সর্বস্তরের সুন্নিজনতাকে এখনও ডাক দেইনি।’

বিজ্ঞাপন

‘যেদিন সর্বস্তরের সুন্নিজনতাকে ডাক দেব সেদিন আমরা রাজপথ, রেলপথ, নৌপথ, আকাশপথ সব অবরোধ করে রাখব। সুন্নিদের কঠোর হওয়ার জন্য বাধ্য করবেন না। বর্তমান পরিস্থিতিতে আমাদের বাধ্য করা হচ্ছে রাস্তায় লাঠি নিয়ে নামার জন্য। আমরা সেটা করতে চাই না।’

ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য এনাম রেজা বলেন, ‘উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রশাসন আল্লামা তাহেরীর বিরুদ্ধে মামলা করেছে। বাংলাদেশের সব মানুষ জানে তাহেরী সাহেব বিদ্বেষমূলক কোনো বক্তব্য দেন না। উনাকে প্রশাসন গিয়ে বলেছিল মাহফিলের অনুমতি নেওয়া হয়নি। বাংলাদেশের মানুষ সরকারের কাছে জানতে চাই, আওয়ামী লীগের আমলে আলেম-উলামাদের মাহফিল করতে অনুমতি নিতে হত। আওয়ামী লীগের বিদায়ের পরও যদি আলেম-উলামাদের মাহফিলের অনুমতি নিতে হয় তাহলে এ দেশে স্বাধীনতা আর থাকলো কোথায়। তাহেরীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা না হলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।’

শুক্রবার (১৫ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় তাহেরীকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়।

সারাবাংলা/আইসি/ইআ

গিয়াস উদ্দিন তাহেরী চট্টগ্রামে বিক্ষোভ মামলা প্রত্যাহারের দাবি