Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বদলে গেল নারী সাফ ফুটবলের সূচি


১৭ ডিসেম্বর ২০২৪ ১৬:২৪ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৭

পেছালো নারী সাফের সূচি

২০২৫ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের মাটিতে হওয়ার কথা ছিল অনূর্ধ্ব-২০ নারী সাফ ফুটবল। তবে টুর্নামেন্ট শুরুর দুই মাস আগে বদলে গেল সূচি। ফেব্রুয়ারির পরিবর্তে আগামী বছরের জুলাইতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ নারী ফুটবলের পরবর্তী আসর।

এশিয়ান ফুটবল ফেডারেশন আগামী বছর হতে যাওয়া বেশ কয়েকটি টুর্নামেন্টের নতুন সূচি ঘোষণা করেছে। সাফের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, অন্য টুর্নামেন্টের মতো অনূর্ধ্ব-২০ নারী সাফ ফুটবলও হবে নতুন সূচিতে। ফেব্রুয়ারির বদলে জুলাইতে শুরু হবে এই টুর্নামেন্ট। আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশই।

বিজ্ঞাপন

আগামী বছরের ১ জুলাই শুরু হবে অনূর্ধ্ব-২০ নারী সাফ ফুটবল। ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ জুলাই। বঙ্গবন্ধু স্টেডিয়ামেই আয়োজন করা হতে পারে এই টুর্নামেন্ট।

বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক হওয়ার পর বঙ্গবন্ধু স্টেডিয়ামেকেই সম্ভাব্য ভেন্যু ধরা হয়েছিল। তবে সংস্কার কাজের জন্য ফেব্রুয়ারিতে এই মাঠে টুর্নামেন্ট আয়োজন নিয়ে বেশ শঙ্কা ছিল। তবে টুর্নামেন্ট পিছিয়ে জুলাইতে যাওয়ায় অনেকটাই নিশ্চিত এই ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজন করা।

অনূর্ধ্ব- ২০ সাফ চ্যাম্পিয়নশিপের পর বাংলাদেশে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ সাফ পুরুষ ও নারী চ্যাম্পিয়নশিপ। আগামী বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। অনূর্ধ্ব-১৭ নারী সাফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ১৪-২৪ সেপ্টেম্বর এবং অনূর্ধ্-১৭ পুরুষ সাফ টুর্নামেন্ট মাঠে গড়াবে ১৭-২৭ অক্টোবর।

অনূর্ধ্ব-২০ নারী সাফ ফুটবল বাংলাদেশ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর