Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকরিতে পুলিশ ভেরিকেশন পদ্ধতি চায় না সংস্কার কমিশন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৪ ১২:৫১ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৫:০০

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা জনপ্রসাশন মন্ত্রণালয়ের।

ঢাকা: চাকরি ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের যে পদ্ধতি রয়েছে তা থেকে বেড়িয়ে আসতে সুপারিশ করবে গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশন। কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেছেন, যেকোনো ধরনের চাকরিতে পুলিশ ভেরিফিকেশন যেন না থাকে সে বিষয়ে সুপারিশ করা হবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

জনপ্রশাসন সংস্কারে বিভিন্ন শ্রেনির মানুষের মতামত নেওয়ার ধারাবাহিকতায় সচিবালয়ে দায়িত্বরত সাংবাদিকদের মতামত নিতে বৈঠক করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমানকে সঙ্গে নিয়ে বৈঠকে আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, একজন বাংলাদেশের নাগরিক যার পাসপোর্ট রয়েছে বা তার কোনো না কোনোভাবে তথ্য সরকারের কাছে রয়েছে, তার কেন ভেরিফিকেশন লাগবে।

তিনি বলেন, আমরা বলেছি যেকোন চাকরিতে পুলিশ ভেরিফিকেশন দরকার নেই।

তিনি আরো বলেন, উপ ও যুগ্ম সচিব পর্যায়ে পরীক্ষা ছাড়া কোনো পদোন্নতি দেওয়া হবে না। পরীক্ষায় ৭০ না পেলে তাকে পদোন্নতি দেওয়া হবে না। এর মাধ্যমে আন্তঃক্যাডার বৈষম্য দূর হবে। যেকোনো ক্যাডারের যে কেউ ৭০ পেলে প্রশাসন ক্যাডারে আসতে পারবেন।

তিনি আরও বলেন, আমরা তথ্য অধিকার আইনকে খুব গুরুত্ব দিচ্ছি। প্রতিটি জেলা এবং বিভাগে এ বিষয়টি দেখভাল করতে একজন করে কর্মকর্তা দেওয়া হবে। তবে এখনো তথ্য অধিকার আইনের প্রয়োগ সেভাবে হচ্ছে না।

সারাবাংলা/জেআর/এমপি

জনপ্রশাসন মন্ত্রণালয় পুলিশ ভেরিফিকেশন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর