Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝগড়ার জের ধরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৪ ১০:৪০ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৩:২৫

ঘাতক স্বামী নাহিদ।

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ঝগড়ার জের ধরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন এক স্বামী। ঘটনার পরপরই নিহতের স্বজনেরা স্বামী নাহিদকে আটক করে পুলিশে সোপর্দ করে।

সোমবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের কনস্টেবলের বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম রিনা আক্তার (২২)। তিনি উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের নাদু মিয়ার মেয়ে।

আটক মো. নাহিদ হোসেন (২৬) খুলনা জেলার রাজাপুর গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ফার্নিচার মিস্ত্রি।

স্থানীয় সূত্রে জানা যায়, ৪ বছর আগে নাহিদ রিনাকে বিয়ে করে। এরপর প্রায় স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে আসা যাওয়া করতেন। কিছু দিন আগে নাহিদ স্ত্রীসহ একমাত্র ছেলেকে নিয়ে শ্বশুর বাড়িতে আসেন। সোমবার সন্ধ্যার দিকে তিনি সেখান থেকে স্থানীয় চরচেঙ্গা বাজারে যান। সেখানে তিনি একটি ওষধের দোকান থেকে বেশ কয়েকটি ঘুমের ওষুধ কিনে সেবন করেন। একপর্যায়ে নেশাগ্রস্থ অবস্থায় রাত ৯টার দিকে বাড়িতে ফিরেন। পরবর্তীতে নেশা করা নিয়ে স্ত্রী রিনার সঙ্গে তার বাগবিতণ্ডা ও মারামারি হয়। এনিয়ে নাহিদ উত্তোজিত হয়ে স্ত্রীর বুকে ছুরিকাঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে নেশাগ্রস্ত হয়ে তুচ্ছ ঘটনার জের ধরে স্ত্রীকে হত্যা করেছেন ওই যুবক। তাৎক্ষণিক নিহতের স্বজনেরা অভিযুক্ত স্বামীকে আটক করে। ঘটনাস্থল থেকে আটক স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

আটক ছুরিকাঘাতে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর