বিএনপি’র ২ গ্রুপের পালটাপালটি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
১৬ ডিসেম্বর ২০২৪ ২৩:০৯ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১১:০৭
বাগেরহাট: জেলার কচুয়া উপজেলায় পাশাপাশি মাঠে স্থানীয় বিএনপির দুই গ্রুপ পালটাপালটি কর্মসূচি দেওয়ায় উত্তেজনা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করেছে। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বাগেরহাটের কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম আবু নওশাদের সই করা এক আদেশ এ কথা জানানো হয়।
জানা গেছে, উপজেলার গোয়ালমাঠ এলাকায় মাজেদা বেগম কৃষিপ্রযুক্তি কলেজ ও বিশ্ববিদ্যালয় মাঠে মঙ্গলবার দুপুরে (১৭ ডিসেম্বর) বাগেরহাট-২ আসনের সাবেক এমপি জেলা বিএনপি সাবেক সভাপতি এম এ এইচ সেলিমের সম্বর্ধনা অনুষ্ঠানের ডাক দেওয়া হয়। একই সময়ে পার্শ্ববর্তী মাঠে উপজেলা বিএনপি পালটা জনসভা আহ্বান করে। এ পরিপ্রেক্ষিতে জানমালের ক্ষয়ক্ষতি ও দুই গ্রুপের মধ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা প্রশাসন উভয়স্থানে ১৪৪ ধারা জারি করেছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বোয়ালমার্ক মাজেদা বেগম কৃষিপ্রযুক্তি কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ এবং বোয়ালমার্ক রসিক লাল মাধ্যমিক বিদ্যালয় মাঠসহ সংলগ্ন এলাকায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
সারাবাংলা/পিটিএম