আমি পালিয়ে যেতে চাইনি: আসাদ
১৬ ডিসেম্বর ২০২৪ ২২:৫৬ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১০:৩৪
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশত্যাগের আট দিন পর মস্কো থেকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, একবারের জন্যও পদত্যাগ করতে চাইনি বা পালিয়ে যেতে চাইনি। শেষ মুহূর্ত পর্যন্ত দামাস্কাসেই ছিলাম।
সোমবার (১৬ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত ৮ ডিসেম্বর আসাদ নেতৃত্বাধীন সরকারের পতনের পর প্রথম বিবৃতিতে এই দাবি করেছেন তিনি।
প্রতিবেদনে আর বলা হয়, বিবৃতিটি সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা হয়। তবে চ্যানেলটি এখন কে নিয়ন্ত্রণ করছে তা স্পষ্ট নয়।
এতে তিনি বলেছেন, সিরিয়ার রাজধানী বিদ্রোহীদের হাতে চলে যাওয়ায়, তিনি লাতাকিয়া প্রদেশে একটি রাশিয়ান সামরিক ঘাঁটিতে গিয়েছিলেন লড়ায়ের কার্যক্রম তদারকি করতে।
আরও পড়ুন:
- আল-বশিরের নেতৃত্বে গঠন হচ্ছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার
- এখন সময় শান্তি ও স্থিতিশীলতার: সিরিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী
- বাশার আল-আসাদের পিতার সমাধিতে বিদ্রোহীদের আগুন
বিবৃতিটি আরবি এবং ইংরেজি উভয় ভাষায় প্রকাশিত হয়েছে। সেখানে ৮ ডিসেম্বর কী ঘটেছিল তা তিনি বর্ণনা করেছেন।
বাশার আল-আসাদ বলেছেন, ‘কিছু কিছু জায়গা থেকে দাবি করা হচ্ছে, আমি সিরিয়া থেকে পরিকল্পনা করে প্রস্থান করেছি। কেউ কেউ বলছে, যুদ্ধের একেবারে শেষ মুহূর্তে আমি পালিয়েছি। এর কোনোটাই সত্যি নয়। আমি ২০২৪ সালের ৮ ডিসেম্বর, রোববার ভোর পর্যন্ত দামাস্কাসে থেকে আমার দায়িত্ব পালন করে গিয়েছি। কোনো সময়ে আমি পদত্যাগ করা বা আশ্রয় চাওয়ার কথা ভাবিনি, কোনো ব্যক্তি বা দল এমন প্রস্তাবও দেয়নি। সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়াই ছিল আমার একমাত্র লক্ষ্য।’
আসাদ জানিয়েছেন, হামিমিম বিমান ঘাঁটিতে ড্রোন হামলা হওয়ার পর, তিনি সিরিয়া ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন। মস্কো তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল। নিজেকে একজন নিবেদিতপ্রাণ নেতা এবং পারিবারিক মানুষ বলে দাবি করেছেন আসাদ। গৃহযুদ্ধের সময় তিনি তার দেশের মানুষের পাশে ছিলেন বলেও দাবি করেছেন তিনি।
গত ৯ ডিসেম্বর রুশ গণমাধ্যমগুলো দাবি করেন, স্বপরিবারে মস্কোতে আশ্রয় নিয়েছেন বাশার আল আসাদ ও তার পরিবার। তাকে ও তার পরিবারের সদস্যদের রাজনৈতিক আশ্রয়ও দিয়েছে ক্রেমলিন।
বাশার আল-আসাদ টানা ২৪ বছর সিরিয়ার ক্ষমতায় ছিলেন। এর আগে তার বাবা হাফিজ আল-আসাদ টানা ২৯ বছর সিরিয়া শাসন করেন। বাশার আল-আসাদের পালানোর মধ্য দিয়ে সিরিয়ায় ৫৩ বছরের আল-আসাদ পরিবারের শাসনের অবসান হলো।
সারাবাংলা/এইচআই