Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় দিবসের ব‌্যা‌না‌রে শেখ মুজিবের ছবি, কারণ দর্শা‌নোর নো‌টিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৪ ২১:২২ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ২৩:১৬

সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজয় দিবসের ব‌্যা‌না‌রে শেখ মুজিবের ছবি

বান্দরবান: সরকার নির্ধারিত ব্যানার ব্যবহার না করে শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ব্যানার ব্যবহার করায় আলীকদম সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকাম্মেল আমিন কুতুবীকে কারণ দর্শানোর নো‌টিশ দেওয়া হ‌য়ে‌ছে।

সোমবার (১৬ ডি‌সেম্বর) মহান বিজয় দিবস-২০২৪ উদযাপনের সময় ব‌্যবহৃত ব‌্যানা‌রে শেখ মুজিবুর রহমানের ছবি ব‌্যবহার করা হয়।

আলীকদম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোশারফ হো‌সেন খানের সই করা কারণ দর্শানোর নো‌টিশের মাধ‌্যমে এ তথ‌্য নি‌শ্চিত হওয়া গে‌ছে।

কারণ দর্শানোর নো‌টিশে বলা হ‌য়ে‌ছে, ‘আপনার কর্মরত বিদ্যালয়ে সরকার নির্ধারিত ব্যানার ব্যবহার না করে শেখ মুজিবুর রহমান এর ছবি সম্বলিত ব্যানার ব্যবহার করেছেন। আপনার এ ধরণের আচরণ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি লঙ্ঘনের শামিল।’

নোটিশে আরও বলা হয়, ‘এমতাবস্থায়, আপনার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হ‌বে না তা পত্র প্রা‌প্তির তিন কর্মদিব‌সের ম‌ধ্যে স‌ন্তোষজনক লি‌খিত জবাব নিম্ন‌স্বাক্ষরকারীর নিকট দা‌খিল কর‌তে অনু‌রোধ করা হলো।’

সারাবাংলা/পিটিএম

কারণ দর্শানোর নোটিশ ছবি টপ নিউজ শেখ মুজিবুর রহমান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর