Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

স্পেশাল করসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৪ ১৭:২৬ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ২০:১৯

ঢাকা: মহান বিজয় দিবস উদযাপনে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসানের পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মহান বিজয় দিবসে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কর্তৃক বঙ্গভবনে বিজয় দিবস উদযাপনের আমন্ত্রণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রত্যাখ্যান করছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সাংগঠনিকভাবে যুক্ত কোনো নেতাকর্মী আজ বঙ্গভবনে মহান বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠানে যাবেন না।’

মহান বিজয় দিবসের মতো জাতীয় গৌরবের দিন ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতির আমন্ত্রণে পালন করাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানের অভিপ্রায়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মনে করে বলেও বার্তায় উল্লেখ করা হয়।

সারাবাংলা/ইউজে/এইচআই

বিজয় দিবস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাষ্ট্রপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর