Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় দিবসে শহিদদের প্রতি জাসদের শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৩ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১৬:৫০

জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে জাসদ।

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে মহান শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারে দলটির পক্ষে শ্রদ্ধা নিবেদন কর হয়।

এসময় উপস্থিত ছিলেন জাসদ ও সহযোগী সংগঠন জাতীয় যুব জোট, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ, জাতীয় আইনজীবী পরিষদ, জাতীয় পোশাক শিল্প শ্রমিক জোট বাংলাদেশ ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) কেন্দ্রীয় কমিটি ও ঢাকা জেলা কমিটির নেতারা।

বিজ্ঞাপন

এর আগে, সকালে রাষ্ট্রপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পরে জাতীয় স্মৃতিসৌধ পুস্প অর্পনের জন্য উমুক্ত করে দেওয়া হয়। বিভিন্ন রাজনৈতিক দল এসময় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। সর্বসাধারণ মানুষের জন্য স্মৃতিসৌধ খুলে দেওয়া হলে শ্রদ্ধা জানাতে সেখানে হাজারো মানুষের ঢল নামে।

সারাবাংলা/ইএইচটি/এইচআই

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) জাসদ বিজয় দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর