Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় দিবসে বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর সৌজন্য সাক্ষাৎ

স্পেশাল করসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৪ ১৬:১৮ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১৮:১৭

আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা: বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আইএসপিআর থেকে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে জিওসি ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং ভারত সেনাবাহিনীর পক্ষ হতে চীফ অব স্টাফ, ১০১ এরিয়া মেজর জেনারেল সুমিত রানা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ দলের সদস্য হিসেবে ৩ জন স্টাফ অফিসার এবং ১ জন অধিনায়ক পর্যায়ের বিজিবি অফিসার উপস্থিত ছিলেন। অনুরূপভাবে ভারত সেনাবাহিনীর ৩ জন অফিসার এবং অধিনায়ক পর্যায়ের বিএসএফ অফিসারগণ উপস্থিত ছিলেন। উভয় দেশের প্রতিনিধিগণ নিজেদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা উপহার বিনিময় করেন।

এখানে উল্লেখ্য যে, ১৬ ডিসেম্বর, পহেলা বৈশাখের মতো জাতীয় গুরুত্বপূর্ণ দিবসসমূহে উভয় দেশের মধ্যে এ ধরনের সৌজন্য সাক্ষাতের প্রচলন রয়েছে। এরই ধারাবাহিকতায় আজকের এই সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ১৮ মিনিট স্থায়ী সৌজন্য সাক্ষাৎটি বেলা ১১টা ৪৮ মিনিটে সময় শেষ হয়।

সারাবাংলা/ইউজে/এইচআই

আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট বাংলাদেশ-ভারত মহান বিজয় দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর